চীনা গায়ক সিয়ু সোং
  2020-03-12 18:47:12  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়ক ও সংগীত প্রযোজক সিয়ু সোংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি চীনা সংগীত মহলে একক সংগীতশিল্পী হিসেবে পরিচিত। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি ৭টি অ্যালবাম ও ৪০টিরও বেশি সিঙ্গেলস প্রকাশ করেছেন এবং অনেক সংগীত পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো।

সিয়ু সোং ১৯৮৬ সালে চীনের আনহুই প্রদেশের হ্য ফেই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ে সিয়ু সোং একজন সংগীত অনুরাগী হিসেবে নিজে সুর রচনা করতেন, সমন্বয়, রেকর্ডিং, মিক্সিং করতে জানতেন। ২০০৬ সালে তিনি ইন্টারনেটে নিজের রচিত গান প্রকাশ করা শুরু করেন। সে সময় তিনি প্রতি মাসে নতুন গান প্রকাশ করতে থাকেন, এবং ধীরে ধীরে ইন্টারনেটে অনেকে পরিচিত হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসের পর সিয়ু সোং নিজের অ্যালবাম রচনা করতে শুরু করেন। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম 'self-define' প্রকাশিত হয়। এর সুর রচনা, গানের কথা লেখা, রেকর্ডিং, মিক্সিং (mixing) সবই তিনি নিজে করেন। শুধু একজন সংগীত অনুরাগী হলেও তার এই অ্যালবাম অনেক পেশাদারের প্রশংসা পায়।

বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি জনপ্রিয় গান 'কেন পারে না'।গান ১

প্রথম অ্যালবাম প্রশংসা পাওয়ার পর সিয়ু সোং একক সংগীতশিল্পী হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১০ তার দ্বিতীয় অ্যালবাম 'Sought and Got'প্রকাশিত হয়। এই অ্যালবামে ইলেকট্রনিক, পপ, র‍্যাপ ও চীনা বৈশিষ্ট্যময়সহ বিভিন্ন শৈলীর গান রয়েছে। সব গান তার নিজের রচনা। অ্যালবামের কিছু গান অনেক চীনা নেটব্যবহারকারী পছন্দ করে। গানটির ক্লিক ও ডাউনলোডের পরিমাণ নতুন রেকর্ড সৃষ্টি করে।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের খুব জনপ্রিয় একটি চীনা বৈশিষ্ট্যময় গান 'লুচৌর চাঁদ'।গান ২

সিয়ু সোং জনপ্রিয় 'নেট গায়ক'হিসেবে বিবেচিত হন। তার সংগীত জীবনের প্রাথমিক পর্যায় চীনের ইন্টারনেট উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ইন্টারনেট তার গান প্রকাশ ও প্রচারের প্রধান প্ল্যাটফর্ম, তার প্রায় সব সংগীত কার্যক্রম শুধু ইন্টারনেট, আর তিনি ও ইন্টারনেটে লোকের জীবন ও ইন্টারনেটের উন্নয়ন পরিবর্তন নিয়ে গান লিখেছেন। বন্ধুরা, এখন শুনুন সিয়ু সোংয়ের গান 'gray profile photo'। গান ৩

একক সংগীতশিল্পী হিসেবে সিয়ু সোং প্রকাশিত এ দুটি অ্যালবাম বিশাল সাফল্য অর্জন করে। ২০১১ সালে তিনি এক বিখ্যাত সংগীত কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার শিল্পী হন। একই বছর তিনি তার তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি অব্যাহতভাবে সিয়ু সোং নিজের বিশেষ সংগীত শৈলী বজায় রাখে আর অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তিনি সেই বছর সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার পান এবং অ্যালবামটির কপি বিক্রির তালিকার প্রথম স্থান দখল করে।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি জনপ্রিয় গান 'কল্পনায়'।গান ৪

অনেক ধরনের সংগীত শৈলীর মধ্যে সিয়ু সোংয়ের চীনা বৈশিষ্ট্যময় গান অনেক ভালো। তিনি ঐতিহ্যগত সংস্কৃতি ও পপ সংগীতের সঙ্গে যুক্ত করে গান রচনা করেন, তার সংগীতের ভাষায় চীনা সংস্কৃতির অনন্য সৌন্দর্য অনুভব করা যায়।

বন্ধুরা, এখন শুনবো সিয়ু সোং ও চীনের অন্য এক জনপ্রিয় গায়িকা হুয়াং লিংর গাওয়া একটি সুন্দর গান 'চিং হোং ই মিয়েন'।গান ৫

বর্তমান সিয়ু সোং গায়কের চেয়ে বেশি প্রযোজনার কাজ করেন। গান গাওয়া ও পারফরমেন্স কমলেও তিনি অন্যান্য গায়ক ও চলচ্চিত্র, টিভি নাটকের জন্য গান রচনা করতে থাকেন, এবং তার গান চীনা সংগীতের প্রবণতা প্রভাবিত হয়। বন্ধুরা, এখন সিয়ু সোংয়ের চীনের বসন্ত উৎসবের জন্য রচিত গান 'পাখি বাসায় ফিরে'শুনবো।গান ৬

ইন্টারনেট থেকে সংগীত জীবন শুরু করার কারণে সিয়ু সোংয়ের সংগীত অন্যান্য পেশাদার গায়কের মতো নয়। তবে তিনি মনে করেন, ইন্টারনেটের বা বাস্তব সংগীতের কোনো পার্থক্য নেই, লোকেরা পছন্দ করলেই তা ভালো সংগীত। তিনি আশা করেন, মানুষ সব ধরনের গান উপভোগ করতে পারবে। এখন তার রচিত গান 'ইয়া সু কোং শাং' শুনব।

গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040