চীনে মহামারির গুরুতর পর্যায় পার হয়েছে: জাতীয় স্বাস্থ্য কমিশন
  2020-03-12 18:43:30  cri
মার্চ ১২: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র ও প্রচার বিভাগের উপ-প্রধান মি ফেং বলেন, চীনে মহামারির গুরুতর পর্যায় পার হয়েছে। বর্তমানে চীনে নতুন আক্রান্ত লোকের সংখ্যা কমেছে এবং ভাইরাসের সংক্রমণ কমেছে। আজ (বৃহস্পতিবার) যৌথ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণসংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ১১ মার্চ উহানে নতুন আক্রান্ত লোকের সংখ্যা ছিল ৮জন। উহান ছাড়া হুপেই প্রদেশের অন্যান্য শহরে বিগত ১ সপ্তাহে নতুন কোনো আক্রান্ত মানুষ পাওয়া যায়নি। হুপেই ছাড়া অন্যান্য প্রদেশে নতুন আক্রান্ত ৭জনের মধ্যে ৬জনই হচ্ছে বিদেশ থেকে আগত। এ অবস্থাতেও চীন অব্যাহতভাবে মহামারি প্রতিরোধে গুরুত্ব দিয়ে যাবে।

তিনি বলেন, বর্তমানে নভেল করোনাভাইরাস বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থাকে গুরুত্ব দেয় চীন। চীন প্রকাশ্য, স্বচ্ছ ও দায়িত্বশীল মনোভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট দেশের সঙ্গে সহযোগিতা করবে এবং বিশ্বে মহামারি প্রতিরোধে নিজস্ব অবদান রাখবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040