বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতো আগে থেকেই প্রস্তুতি নেওয়ায় করোনার প্রাদুর্ভাব বাড়তে পারেনি দেশে। এর মধ্যে আক্রান্ত তিন জনের তৃতীয় ব্যক্তির অবস্থাও উন্নতির দিকে বলে জানান তিনি। শিগগির তারা ছাড়া পাবেন। সামিট গ্রুপ স্বাস্থ্য অধিদপ্তরকে ৫টি থার্মাল স্ক্যানার দিয়েছে জানিয়ে শিগগির সেগুলো বিভিন্ন বন্দরে বসানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।






