ইতালিতে চিকিত্সাকর্মী পাঠাবে চীন
  2020-03-11 19:58:32  cri
মার্চ ১১: চীন অব্যাহতভাবে নিজের মহামারী প্রতিরোধের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ মহামারী প্রতিরোধের ক্ষেত্রে অবদান রাখতে চায়। এ লক্ষ্যে ইতালিতে চিকিত্সাকর্মী পাঠাবে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

উল্লেখ্য সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ সম্পর্কে মুখপাত্র বলেন, বিভিন্ন দেশের উচিত সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে মহামারী প্রতিরোধ করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক জনস্বাস্থ্য রক্ষা করা। চীন এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে। বর্তমানে ইতালিতে চিকিত্সা বিশেষজ্ঞ গ্রুপ পাঠানোর প্রস্তুত নিচ্ছে চীন।

তিনি আরও বলেন, চীন সংশ্লিষ্ট দেশের সঙ্গে ঔষধ, টিকা ও সনাক্তকারী রিএজেন্টসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040