জার্মান জাহাজ 'এইডা সোল'-এ ২ জন সন্দেহভাজন রোগী
  2020-03-11 15:57:14  cri
মার্চ ১১: গতকাল মঙ্গলবার জার্মান জাহাজ 'এইডা সোল' ফ্রান্সের মাখছেই-এ ভেড়ার পর নভেল করোনাভাইরাসে আক্রান্ত দুই জন সন্দেহভাজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়।

২১৭৪ জন যাত্রী নিয়ে এ জাহাজটি স্পেনের ভ্যালেন্সিয়া থেকে রওয়ানা হয়।

দু'জন যাত্রীর পরীক্ষার ফলাফল স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে জানার কথা।

(স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040