১৯৯৩ সালের জুলাই মাসে, সু ইউ ভেং-এর দ্বিতীয় অ্যালবাম 'সেই দিনের জন্য অপেক্ষা করি' বাজারে আসে।
১৯৯৪ সালের এপ্রিল মাসে সু ইউ ভেং-এর শ্রেষ্ঠ গানের অ্যালবাম 'পাশ দিয়ে চলে যাওয়া' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত হয় যেসব গান সেগুলোর মধ্যে আছে 'সে দিনের জন্য অপেক্ষা করি', 'আমি শুধুই তোমার ভালোবাসা চাই', 'সাহসী' ইত্যাদি জনপ্রিয় গান।
১৯৯৪ সালের অগাস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, সু ইউ ভেং 'এভাবে ঘটেছে' এবং 'আহত হয়েছে' শীর্ষক দুটি অ্যালবাম প্রকাশ করেন। বিশেষ করে 'আহত হয়েছে' গানটিতে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর সু ইউ ভেং-এর ওপর যেসব চাপ সৃষ্টি হয় সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে।
১৯৯৫ সালের এপ্রিল মাসে সু ইউ ভেং-এর প্রথম ক্যান্টোনিস ভাষার অ্যালবাম 'তোমার সব কিছুকেই ভালোবেসেছি' প্রকাশিত হয়। এতে অন্তর্ভূক্ত রয়েছে 'অনুভূতি', 'একাই থাকতে চাই', 'শরত্কালের প্রিয়' এবং 'তোমার সবকিছুকে ভালোবেসেছি' ইত্যাদি গান।
২০০০ সালের অগাস্ট মাসে, সু ইউ ভেং দুটি অ্যালবাম প্রকাশ করেন। 'উপলব্ধি' নামের অ্যালবামে সু ইউ ভেং-এর সবচেয়ে জনপ্রিয় গানগুলো অন্তর্ভুক্ত করা হয়। 'তুমি আনন্দ কি না' নামের অ্যালবাম প্রধানত রক স্টাইলের। এই অ্যালবামের থিম সং ' তুমি আনন্দ কি না' সিংগাপুরের শ্রেষ্ঠ দশটি গানের একটি হিসেবে পুরস্কার পেয়েছে।
২০০১ সালে সু ইউ ভেংয়ের নতুন অ্যালবাম 'শুধু ভালোবাসা নয়' বাজারে আসে। ২০০২ সালের জুন মাসে সু ইউ ভেং আবারও রক সঙ্গীত রচনা করেন। এর সঙ্গে নিজের প্রথম ব্যক্তিগত কনসার্টের জন্য তিনি নতুন অ্যালবামে পুনরায় কয়েকটি সবচেয়ে জনপ্রিয় গান গেয়েছেন। বিশেষ করে তাঁর আগের সঙ্গীত ব্যান্ড 'লিটল টাইগার টিমের' সবচেয়ে জনপ্রিয় গান 'ভালোবাসা'কে সু ইউ ভেং আবারও নতুন করে গেয়েছেন।
২০১৩ সালের ২৪ মার্চ, চীনের সিসিটিভি'র লণ্ঠন উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে সু ইউ ভেং রক স্টাইলের গান 'ভালোবাসা' পরিবেশন করেন।
২০১৩ সালের পয়লা জুলাই, সু ইউ ভেংয়ের প্রযোজনায় 'ভালোবাসা থাকলে বিরক্ত করবেন না' নামের টিভি সিরিজ প্রচারিত হয়। তিনি এই টিভি সিরিজের থিম সং 'নিজেকে ভালোবেসেছি' এবং 'দেরিতে তোমাকে দেখেছি' গেয়েছেন।
২০১৫ সালের এপ্রিল মাসে, সু ইউ ভেং পরিচালক হিসেবে 'বাম কান' নামের চলচ্চিত্র তৈরি করেন। তিনি বিশেষ করে এই চলচ্চিত্রের থিম সং 'বাম কান'ও গেয়েছেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু ইউ ভেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)