চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশেষজ্ঞদের ভিডিও সম্মেলন
  2020-03-10 19:19:37  cri
মার্চ ১০: আজ (মঙ্গলবার) চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভিডিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এদিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন।

মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা, চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টঙ্গো ও ভানুয়াতুর সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভিডিও সম্মেলনে মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা বিনিময় করেন।

কেং শুয়াং আরও বলেন, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর চীন প্রকাশ্য, স্বচ্ছ ও দায়িত্বশীল মনোভাবের মাধ্যমে সময়মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ও অঞ্চলকে চীনের অবস্থা জানিয়েছে। এ অঞ্চলের দেশগুলো ও জনগণ চীন সরকার ও জনগণকে মহামারী প্রতিরোধে সমর্থন ও সহায়তা দিয়েছে। চীন এজন্য ধন্যবাদ জানায়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040