উহান পরিদর্শন করছেন সি চিন পিং
  2020-03-10 15:54:54  cri
মার্চ ১০: আজ (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হুপেই প্রদেশের রাজধানী, নভেল করোনাভাইরাস সংক্রমিত উহান শহরে পৌঁছেছেন।

প্রেসিডেন্ট সি কোভিড-১৯ রোগ প্রতিরোধের কাজ পরিদর্শন করেন। তিনি সামনের সারিতে লড়াইরত চিকিত্সাকর্মী, গণমুক্তি ফৌজের কমান্ডার, কমিউনিটি কর্মী, পুলিশ অফিসার, মৌলিক পর্যায়ের ক্যাডার, স্বেচ্ছাসেবক, রোগী ও সমাজের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাত করেন ও সমবেদনা জানান।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040