উহানে হুওশেনশান হাসপাতাল পরিদর্শন করেছেন সি চিন পিং
  2020-03-10 15:15:20  cri


মার্চ ১০: নভেল করোনাভাইরাস সংক্রমিত কেন্দ্রীয় উহান শহরের হুওশেনশান হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং। আজ (মঙ্গলবার) সকালে উহান পৌঁছে মহামারি প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি।

প্রেসিডেন্ট সি হুওশেনশান হাসপাতালে গিয়ে চিকিত্সা ও গবেষণাসম্পর্কিত কাজ দেখেন, রোগী ও চিকিত্সকদের খোঁজখবর নেন এবং সবাইকে মহামারি প্রতিরোধে উত্সাহ দেন।

 

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040