৮ মার্চ চীনে কোভিড-১৯-এ আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪০
  2020-03-09 10:23:39  cri
মার্চ ৯: গতকাল (রোববার) চীনে কোভিড-১৯-এ নতুন করে আক্রান্ত হন ৪০ জন। এদিন মারা গেছেন ২২ জন রোগী। আর একই দিনে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ছিল ৬০ জন। পাশাপাশি, এদিন ১৫৩৫ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। আজ (সোমবার) চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিটি এ তথ্য জানায়।

কমিটি জানায়, ৮ মার্চ পর্যন্ত চীনে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ছিল ৮০৭৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেন ৫৮৬০০ জন এবং মৃত্যুবরণ করেন ৩১১৯ জন। মোট ২০১৪৬ জন এখনও পর্যবেক্ষণের আওতায় আছেন।

এদিকে, রোববার পর্যন্ত চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং তাইওয়ান প্রদেশে মোট ১৬৯ জন রোগী সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এ ছাড়া, চীনে আসা বিদেশিদের মধ্যে মোট ৬৭ জন আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040