৮ মার্চ হলো আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এ দিবসে আন্তর্জাতিক নারী সমিতির চেয়ারম্যান নীলা বায়াস কোভিড-১৯ প্রতিরোধের ক্ষেত্রে কাজ করা চীনা নারী চিকিত্সাকর্মীদের উচ্চ মূল্যায়ন করেন।
অসম্পূর্ণ পরিসংখ্যান অনুযায়ী চীনে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর কয়েক লাখ নারী চিকিত্সাকর্মী হুপেই প্রদেশে কাজ শুরু করেন। পাশাপাশি, চীনের অন্যান্য অঞ্চল থেকে হুপেই প্রদেশে যাওয়া ৪০ হাজার চিকিত্সাকর্মীর মধ্যে নারী কর্মী ৬০ শতাংশেরও বেশি। তাঁরা হলেন চীনা নারীর প্রকৃত উদাহরণ।
চীনে লিঙ্গ সমতা একটি মৌলিক জাতীয় নীতি। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কোভিড-১৯ প্রতিরোধের কাজে অংশগ্রহণ করে নারীদেরকে সমবেদনা জানান। তিনি নারীদেরকে মহামারী প্রতিরোধে অবদান রাখার জন্য প্রশংসা করেন।
সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৩তম সম্মেলনে বেইজিং বিশ্ব নারী সম্মেলনে গৃহীত 'বেইজিং ঘোষণা' ও কর্মসূচীর ২৫তম বার্ষিকীর উচ্চ পর্যায়ের বিশেষ ফোরাম আয়োজিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন, চীনের নারীরা বিভিন্ন ক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করেছে। বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ সমতা বাস্তবায়িত হয়েছে।
(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)