মার্চ ৮: বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল (শনিবার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে জানায়, চীনের বাইরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২১,১১৪জন; যা আগের দিনের চেয়ে ৩,৬৩৩জন বেশি। এ পর্যন্ত চীনের বাইরে মারা গেছে ৪১৩জন।
চীনসহ গোটা বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মোট সংখ্যা ১,০১,৯২৭জন। যা আগের দিনের চেয়ে ৩৭৩৫জন বেশি। সর্বমোট নিহত মানুষের সংখ্যা ৩৪৮৬জন।
হু'র তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় কলাম্বিয়া, পেরু, টোগো, ভ্যাটিকানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
(তুহিনা/তৌহিদ/ছাই)