তিনি বলেন, মার্কিন সরকার বিদ্বেষপূর্ণভাবে ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞা বাড়িয়েছে, যাতে কোভিড-১৯ প্রতিরোধে ব্যর্থ হয় ইরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোকে চিকিৎসা খাতে নিষেধাজ্ঞা হিসেবে প্রতিস্থাপনের চেষ্টা করছে।
এদিন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব আলী শামখানী বলেন, মহামারীর প্রভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলি ইরানের দুর্বল দিকগুলোতে ধাক্কা দিয়েছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত ২৮ ফেব্রুয়ারি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোভিড-১৯ প্রতিরোধের সহায়তা করেছে! ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বৃহস্পতিবার মন্ত্রিসভার সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই ইরান থেকে আমদানি করা খাদ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। কিন্তু এখন সহানুভূতির মুখোশ পরে ইরানকে সহায়তা করার কথা বলেছে যুক্তরাষ্ট্র।
(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)