চীনের মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান: 'দ্য ল্যানসেট'
  2020-03-08 16:24:40  cri
মার্চ ৮: বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল জার্নাল 'দ্য ল্যানসেট' শুক্রবার প্রকাশিত এক সম্পাদকীয়তে জানায়, চীন সরকার কোভিড-১৯ প্রতিরোধে জনস্বাস্থ্য খাতে বিরাট অবদান রেখেছে এবং সফলভাবে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে। চীনের এই অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান।

সম্পাদকীয়তে বলা হয়, কোভিড-১৯ যৌথ বিশেষজ্ঞ পরিদর্শন গ্রুপের প্রতিবেদনে চীন-বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোভিড-১৯ প্রতিরোধের ক্ষেত্রে চীন শক্তিশালী জনস্বাস্থ্যব্যবস্থা নিয়েছে। এটি ব্যাপক সংক্রমণ ও মৃত্যু এড়িয়েছে। প্রতিবেদনে বিভিন্ন দেশকে সর্বোচ্চ জাতীয় জরুরি পরিকল্পনা প্রণয়ন করার অনুরোধ জানানো হয়।

'দ্য ল্যানসেট'-এর সম্পাদকীয়তে বলা হয়, অনেক দেশের সরকারি চিকিত্সাকর্মীদের সংশ্লিষ্ট নির্দেশিকা দেওয়া হলেও এসব নির্দেশিকা যথেষ্ট নয়। বিভিন্ন দেশের উচিত দ্রুত সেমিনার, অনলাইন প্রশিক্ষণ ও স্মার্ট ফোনের মাধ্যমে চিকিত্সা কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040