সম্পাদকীয়তে বলা হয়, কোভিড-১৯ যৌথ বিশেষজ্ঞ পরিদর্শন গ্রুপের প্রতিবেদনে চীন-বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোভিড-১৯ প্রতিরোধের ক্ষেত্রে চীন শক্তিশালী জনস্বাস্থ্যব্যবস্থা নিয়েছে। এটি ব্যাপক সংক্রমণ ও মৃত্যু এড়িয়েছে। প্রতিবেদনে বিভিন্ন দেশকে সর্বোচ্চ জাতীয় জরুরি পরিকল্পনা প্রণয়ন করার অনুরোধ জানানো হয়।
'দ্য ল্যানসেট'-এর সম্পাদকীয়তে বলা হয়, অনেক দেশের সরকারি চিকিত্সাকর্মীদের সংশ্লিষ্ট নির্দেশিকা দেওয়া হলেও এসব নির্দেশিকা যথেষ্ট নয়। বিভিন্ন দেশের উচিত দ্রুত সেমিনার, অনলাইন প্রশিক্ষণ ও স্মার্ট ফোনের মাধ্যমে চিকিত্সা কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া।
(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)