সম্প্রতি চীন-বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র যৌথ বিশেষজ্ঞ পরিদর্শন গ্রুপের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাসে সবচেয়ে সাহসী, নমনীয় ও সক্রিয় প্রতিরোধক ব্যবস্থা নির্ধারণ করেছে চীন। এতে অন্তত ১ লাখ মানুষকে এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানো গেছে। এ প্রক্রিয়ায় ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক খাতের প্রথম প্রতিরোধক লাইন গড়ে তোলা হয়েছে। মিশরের স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, চীন এমন প্রতিরোধক ব্যবস্থা না নিলে বিশ্বে ভাইরাসের সংক্রমণ আরও গুরুতর হয়ে উঠত।
হু'র জরুরি প্রকল্প প্রধান মনে করেন, বিভিন্ন দেশে ভাইরাসের পরিস্থিতি ভিন্ন হলেও চীনের উল্লেখযোগ্য অভিজ্ঞতা শিখতে পারে সংশ্লিষ্টরা।
জানা গেছে, চিলির চার সদস্যের চিকিত্সকদল চীন সফর করবে, যাতে এ ভাইরাস প্রতিরোধে চীনের অভিজ্ঞতা গ্রহণ করা যায়।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)