নভেল করোনাভাইরাসের দোষ চীনের ওপরে চাপানোর অপচেষ্টার প্রতিবাদ জানায় আন্তর্জাতিক সমাজ: সিআরআই
  2020-03-07 19:06:59  cri
মার্চ ৭: বর্তমানে নভেল করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি 'তথ্য ভাইরাসও' ছড়িয়ে পড়েছে। যেমন, চীনের বিরুদ্ধে কিছু পশ্চিমা দেশ মিথ্যা কথা ছড়াচ্ছে। তারা বলছে, এ ভাইরাস প্রতিরোধে চীনের ব্যর্থতার জন্য তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। চীনের দেওয়া তথ্য সম্পূর্ণ না হওয়ায় যুক্তরাষ্ট্র ভাইরাস প্রতিরোধে সমস্যায় পড়েছে ইত্যাদি। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এসব অভিযোগ করেন। এসব অপচেষ্টা হলো ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের দুর্বলতা ঢাকার চেষ্টা। আসলে চীন এ ভাইরাস প্রতিরোধে কী করেছে, তা আন্তর্জাতিক সমাজ অনেক আগে থেকেই জানে।

সম্প্রতি চীন-বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র যৌথ বিশেষজ্ঞ পরিদর্শন গ্রুপের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাসে সবচেয়ে সাহসী, নমনীয় ও সক্রিয় প্রতিরোধক ব্যবস্থা নির্ধারণ করেছে চীন। এতে অন্তত ১ লাখ মানুষকে এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানো গেছে। এ প্রক্রিয়ায় ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক খাতের প্রথম প্রতিরোধক লাইন গড়ে তোলা হয়েছে। মিশরের স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, চীন এমন প্রতিরোধক ব্যবস্থা না নিলে বিশ্বে ভাইরাসের সংক্রমণ আরও গুরুতর হয়ে উঠত।

হু'র জরুরি প্রকল্প প্রধান মনে করেন, বিভিন্ন দেশে ভাইরাসের পরিস্থিতি ভিন্ন হলেও চীনের উল্লেখযোগ্য অভিজ্ঞতা শিখতে পারে সংশ্লিষ্টরা।

জানা গেছে, চিলির চার সদস্যের চিকিত্সকদল চীন সফর করবে, যাতে এ ভাইরাস প্রতিরোধে চীনের অভিজ্ঞতা গ্রহণ করা যায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040