সি চিন পিংয়ের নেতৃত্বে চীন মহামারী প্রতিরোধের লড়াইয়ে জয়ী হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-03-07 18:57:48  cri
মার্চ ৭: নভেল করোনাভাইরাস চীনে ছড়িয়ে পড়ার এক মাসেরও বেশি সময়ে চীনা প্রেসিডেন্ট প্রতিরোধমূলক কাজ পরিচালনা করেছেন, ব্যবস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন। তিনি বহুবার গুরুত্বপূর্ণ বিশেষ সম্মেলনে সভাপতিত্ব করে মহামারি প্রতিরোধ কাজের ব্যবস্থাপনা করেছেন। তাঁর নেতৃত্বে এবারের মহামারি-বিরোধী লড়াইয়ে চীনা জনগণ অবশ্যই জয়ী হবে। শনিবার চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রথম দিকে প্রেসিডেন্ট বলেছিলেন যে, ভাইরাস হলো সংকট, প্রতিরোধ হলো দায়িত্ব। এতে প্রেসিডেন্ট সি'র তীব্র দায়িত্ব ও জনগণের প্রতি আন্তরিকতা প্রতিফলিত হয়। তিনি পক্ষাঘাতগ্রস্ত চিন্তা, স্নায়ুযুদ্ধের চিন্তাধারা ও ফ্লু'র ব্যাপারে অত্যন্ত সচেতন থাকার নির্দেশনা দেন। বর্তমানে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি ভাইরাস নির্মূল এবং সুশৃঙ্খলভাবে কাজ ও উত্পাদন পুনরুদ্ধারের নির্দেশনাও দেন। চীনা শীর্ষনেতার ভাইরাস প্রতিরোধে নিজস্ব কর্ম ব্যবস্থাপনার জন্য অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রশংসা করেছে।

প্রেসিডেন্ট সি'র নেতৃত্বে চীনা জনগণ অবশ্যই যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040