চীনের মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান
  2020-03-07 18:31:57  cri
মার্চ ৭: চীনের মহামারী প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক ব্যবস্থার সুবিধা প্রতিফলিত হয়েছে। গোটা চীনের মানুষ একসঙ্গে ভাইরাস প্রতিরোধের চেষ্টা করছেন। চীনের ভাইরাস প্রতিরোধের সফল অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান অভিজ্ঞতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম বৃহস্পতিবার কোভিড-১৯ সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন। তিনি বলেন, যদি চীনের মতো কেন্দ্রীয় সরকার ও শীর্ষনেতা সব সংস্থার কাজে ভূমিকা রাখতে পারেন, তাহলে কার্যকরভাবে মহামারী প্রতিরোধ করা যাবে।

সাংবাদিক সম্মেলনে হু'র জরুরি স্বাস্থ্য পরিকল্পনার দায়িত্বশীল কর্মকর্তা মাইকেল জে. রায়ান বলেন, বিভিন্ন দেশে মহামারী উন্নয়নের অবস্থা ভিন্ন হলেও, চীন থেকে চমত্কার অভিজ্ঞতা নেওয়া যেতে পারে।

হু'র জরুরি স্বাস্থ্য পরিকল্পনা পরিচালক মারিয়া ভ্যান কেরখোভ বলেন, চীন মৌলিক জনস্বাস্থ্য খাতে ইতিবাচক ভূমিকা পালন করছে। চীনা মানুষ মহামারীর বিরুদ্ধে বিজয়ী হওয়ার আশা করে। তাঁরা নিজেকে ও পরিবারের সদস্যদের রক্ষা করার উপায় জানে।

তেদ্রোস বিভিন্ন দেশকে সহযোগিতা ও যোগাযোগ জোরদার করে যৌথভাবে মহামারী প্রতিরোধের অনুরোধ জানান।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040