মহামারি প্রতিরোধ ও অর্থনীতি উন্নয়নে আন্তর্জাতিক পরিবহন সহযোগিতা ও লজিস্টিক্স জোরদার করতে হবে: লি খ্য ছিয়াং
  2020-03-07 16:52:27  cri
মার্চ ৭: চীনের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নভেল করোনাভাইরাস মোকাবিলা গ্রুপের প্রধান লি খ্য ছিয়াং গতকাল (শুক্রবার) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ও লজিস্টিক্স কোম্পানি সুন ফেংয়ের উত্তর চীন বিমান বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জোর দিয়ে বলেন, সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নির্দেশ ও কেন্দ্রীয় নভেল করোনাভাইরাস মোকাবিলা গ্রুপের সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে সহযোগিতা জোরদার করা এবং দেশে-বিদেশে লজিস্টিক্স সরবরাহ নিশ্চিত করে মহামারি প্রতিরোধ ও অর্থনীতি উন্নয়নে সমর্থন দেওয়া হবে।

লি খ্য ছিয়াং বলেন, সম্প্রতি নভেল করোনাভাইরাস বিদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। মহামারি মোকাবিলা আন্তর্জাতিক সমাজের অভিন্ন চ্যালেঞ্জ। চীনের উচিত আন্তর্জাতিক সংস্থা, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সঙ্গে মহামারি প্রতিরোধে সহযোগিতা জোরদার করা এবং বিশেষ করে বিমান পরিবহনে সহযোগিতা বাড়ানো। মানুষের যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে; যা যাত্রী ও আন্তর্জাতিক সমাজের জন্য দায়িত্বশীল আচরণ।

লি খ্য ছিয়াং আরও বলেন, লজিস্টিক্স উত্পাদন পুনরায় শুরু করা গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা ও জনগণের জীবনযাত্রা নিশ্চিত করার জন্য কার্যকর ও সুষ্ঠু লজিস্টিক্স সেবা চালু করতে হবে।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040