মূলত, 'নিউইয়র্ক টাইমসের' সাংবাদিকের কথায় চীনকে অবজ্ঞা করা হয়। এটি কিছু মার্কিন ব্যক্তির চীনা ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতা ছাড়া কিছুই নয়। তারা চীনের সামাজিক ব্যবস্থার সুবিধা, চীনের গতি ও যোগ্যতা দেখতে পারে না।
চীন সর্বদা মানুষের জীবন ও স্বাস্থ্যকে প্রথমে রাখে। ১৪০ কোটি চীনা মানুষ একসঙ্গে মাত্র এক মাসের মধ্যেই ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে। এটি বিশ্বের জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
কিন্তু যুক্তরাষ্ট্র ভাইরাস প্রতিরোধে অদক্ষতার পরিচয় দিচ্ছে। সেখানে চিকিত্সার খরচ অনেক বেশি। দু'টি রাজনৈতিক পার্টি মহামারী প্রতিরোধের তহবিল নিয়ে বিতর্ক করে! যদিও যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোন্নত চিকিত্সা সেবা ও ব্যবস্থা আছে, তবুও সেদেশে নতুন আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বৃদ্ধির গতি বিশ্বের গড় পরিমাণের প্রায় চার গুণ বেশি! (ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)