ভাইরাস প্রতিরোধে চীনের সফলতা ও অনেক উন্নত দেশের অপারগতার কারণ জানিয়েছে সিআরআই সম্পাদকীয়
  2020-03-07 16:05:35  cri
মার্চ ৭: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র মহাপরিচালকের উচ্চ পর্যায়ের উপদেষ্টা ব্রুস এলওয়ার্ড সম্প্রতি নিউইয়র্ক টাইমসে সাক্ষাত্কার দেন। এতে নয় দিন চীন সফরের অভিজ্ঞতা জানান তিনি। তিনি চীনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশংসা করেন। এতে বিচ্ছিন্নকরণ, শহর ও স্কুলগুলো বন্ধ করার সফলতার কথা বলা হয়। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সাক্ষাত্কার শেষে জিজ্ঞাস করেন, এসব ব্যবস্থা যুক্তরাষ্ট্রে কার্যকর করা যাবে কিনা, কারণ চীন একটি 'কর্তৃত্বপরায়ণ রাষ্ট্র'। এর জবাব দিয়েছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই-এর সম্পাদকীয়।

মূলত, 'নিউইয়র্ক টাইমসের' সাংবাদিকের কথায় চীনকে অবজ্ঞা করা হয়। এটি কিছু মার্কিন ব্যক্তির চীনা ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতা ছাড়া কিছুই নয়। তারা চীনের সামাজিক ব্যবস্থার সুবিধা, চীনের গতি ও যোগ্যতা দেখতে পারে না।

চীন সর্বদা মানুষের জীবন ও স্বাস্থ্যকে প্রথমে রাখে। ১৪০ কোটি চীনা মানুষ একসঙ্গে মাত্র এক মাসের মধ্যেই ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে। এটি বিশ্বের জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

কিন্তু যুক্তরাষ্ট্র ভাইরাস প্রতিরোধে অদক্ষতার পরিচয় দিচ্ছে। সেখানে চিকিত্সার খরচ অনেক বেশি। দু'টি রাজনৈতিক পার্টি মহামারী প্রতিরোধের তহবিল নিয়ে বিতর্ক করে! যদিও যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোন্নত চিকিত্সা সেবা ও ব্যবস্থা আছে, তবুও সেদেশে নতুন আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বৃদ্ধির গতি বিশ্বের গড় পরিমাণের প্রায় চার গুণ বেশি! (ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040