চীনে করোনাভাইরাস পরিস্থিতি উন্নত হচ্ছে; আক্রান্ত বাড়ছে চীনের বাইরে
  2020-03-07 15:52:27  cri

প্রতিদিনই নতুন করে কতজন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলো— সে খবর সারা বিশ্বে প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে একটি সুখবর পাওয়া গেছে। চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানে প্রাদুর্ভাব ঘটেছিল করোনাভাইরাসের। বৃহস্পতিবার উহান শহর বাদ দিয়ে ওই প্রদেশের অন্যত্র করোনাভাইরাসে নতুন কেউ আক্রান্ত হয়নি। একে খুবই ভালো খবর হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভয়াবহ এই সংক্রমণ শুরুর পর এই প্রথম এমন খবর পাওয়া গেল। হুপেই ছাড়া চীনের অন্যান্য স্থানে নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও সে হার ক্রমশ: কমে আসছে। এদিকে, চিন্তার বিষয় হলো, বিশ্বের বেশ কিছু দেশ করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করছে না। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা— হু।

প্রিয় শ্রোতা বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার জানায়, বৃহস্পতিবার উহানে ১২৬জন নতুন করে করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে। কিন্তু উহান ছাড়া প্রদেশের অন্যত্র কোনও নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। হুপেই প্রদেশের বাইরে গত ২৪ ঘণ্টায় ১৭টি নতুন সংক্রমণের ঘটনা জানা গেছে। এর মধ্যে কানসুতে ১১জন, বেইজিংয়ে ৪জন এবং শাংহাইয়ে ১জন নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ওইদিন পুরো চীনে ১৪৩টি নতুন সংক্রমণের ঘটনা জানা যায় এবং তার আগের দিন, অর্থাৎ বুধবার এ সংখ্যা ছিল ১৩৯।

চীনের অন্যান্য প্রদেশেও নতুন করে সংক্রমণের ঘটনা কমে আসছে। এসব প্রদেশের কোথাও কোথাও স্কুল খুলে দেওয়ার নোটিশ দেওয়া হচ্ছে। জীবনযাপনও স্বাভাবিক হয়ে আসছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ছিংহাইয়ে ২৯ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও তথ্য পাওয়া যায় নি। আবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইচৌতে বিগত ১৮ দিন ধরে নতুন কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি।

তবে, চীনের পাশাপাশি বিশ্বের কিছু দেশে করোনাভাইরাসের প্রভাবে মৃত্যুহার বেড়ে গেছে। শেষ পর্যন্ত ইরানে শতাধিক মৃত্যু হয়েছে। নেদারল্যান্ডসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতালি, দক্ষিণ কোরিয়া ও জাপানের পরিস্থিতি নিয়েও বিশ্বের উদ্বেগ বাড়ছে।

নেদারল্যান্ডসের ন্যাশনাল ইন্সটিটিউট ফর পাবলিক হেলথের দেওয়া বিবৃতিতে বলা হয়, 'কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রটেরডামের ইকাজিয়া হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নেদারল্যান্ডসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম।'

ভারতের পশ্চিমবঙ্গে কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। তবে রাজ্য সরকার করোনাভাইরাস রোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি সরকারি হাসপাতালে গড়া হয়েছে কুইক রেসপন্স টিম। প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। করোনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সচিবালয় নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার হেল্প লাইন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাসের প্রকোপের বিষয়টি যথেষ্ট গুরুত্বসহকারে নিচ্ছে না বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এ প্রাণঘাতী ভাইরাস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। কিন্তু এসব দেশের স্বাস্থ্যকর্মীরাই বলছেন, তাঁদের প্রস্তুতি যথেষ্ট নয়।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো ঝুঁকির মুখে পড়েছে। শেয়ারবাজারগুলোর অবস্থা নাজুক। এ পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বের ৮৫টি দেশের প্রায় এক লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক ব্যবসায়, পর্যটন, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধুলা—সবকিছুতেই একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিশ্বের প্রায় ৩০ কোটি শিক্ষার্থী এখন স্কুল ছেড়ে বাড়িতে সময় কাটাতে বাধ্য হচ্ছে।

এ পরিস্থিতিতে হু বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতি নিয়ে তাদের অভিযোগ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানায়, অনেকে দেশেরই করোনা প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে।

যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতির কমতি লক্ষ করা গেছে। যুক্তরাষ্ট্রের নার্সদের ইউনিয়নের স্বাস্থ্যবিধি বিশেষজ্ঞ বলেন, বেশিরভাগ মার্কিন হাসপাতাল কোভিড–১৯ যথাযথভাবে নিয়ন্ত্রণে এখনও প্রস্তুত হতে পারেনি।

এ পরিস্থিতিতে শুধু সরকার কিংবা চিকিৎসা বিভাগই নয়, ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040