থিয়ান চিন
  2020-03-05 09:58:23  cri

থিয়ান চিন হুয়া পেই সমতল ভূমিতে অবস্থিত। রাজধানী বেইইজিংয়ের কাছাকাছি থিয়ান চিন শহর এবং চীনের চারটি কেন্দ্রশাসিত মহানগরের একটি। থিয়ান চিন শহরের তটসীমা প্রায় ১৫৩ কিলোমিটার। শহরটির আয়তন ১১৯১৬.৮৮ বর্গকিলোমিটার। থিয়ান চিন নামটি মিং রাজবংশ আমলে প্রথমবার ব্যবহার করা হয়। থিয়ান মানে রাজা এবং চিন মানে বন্দর। থিয়ান চিন তা রাজা পাসিং বন্দর। ১৪০৪ সাল থেকে থিয়ান চিন গুরুত্বপূর্ণ সামরিক স্থান হিসেবে স্থাপন করা হয় একটি নগর এবং মোতায়েন করা হয় বাহিনী।

থিয়ান চিনের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ উত্তরাঞ্চলের চিউ শান তিং, যার উচ্চতা ১০৭৮.৫ মিটার। থিয়ান চিনয়ের চারটি ঋতু। নিম্ন তাপমাত্রা জানুয়ারি মাসে, গড় -৪ ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চতম জুলাই মাসে, গড় ২৬ ডিগ্রি সেলসিয়াস। বছরের ৭৫ শতাংশ বৃষ্টিপাত জুন, জুলাই ও অগাস্ট তিন মাসে হয়।

থিয়ান চিনয়ের গ্যাস ও তেল সম্পদ প্রচুর। বোহাই ও তা কাং নামের দুটি বড় তেল ক্ষেত্র আছে। ২০১৫ সালে, বার্ষিক তেল উত্পাদনের পরিমাণ ৩৪৯৬৭.৭ হাজার টন এবং প্রাকৃতিক গ্যাস ২০৫.৪ কোটি কিউবিক মিটার ছিল। থিয়ান চিনয়ের সমুদ্রের নুন অফুরন্ত। চীনের সবচেয়ে বিখ্যাত সমুদ্র লবণ উত্পাদন এলাকা ছাং লু লবণ ক্ষেত্র থিয়ান চিন শহরে অবস্থিত। এর বার্ষিক উত্পাদন পরিমাণ ১৭১৬.৩ হাজার টন। থিয়ান চিনের খনিজ ধাতু আছে দশ ধরনের। বিশেষ করে এখানকার বোরন ধাতু চীনে প্রথমবারের মতো আবিষ্কার করা হয় এবং বিশ্বে বিরল।

থিয়ান চিন হাইহ্য নদীর Downstream এলাকায় অবস্থিত এবং হাইহ্য নদীর পাঁচটি শাখা থিয়ান চিনে মিলে বোহাই সাগরে প্রবাহিত। তাই প্রাচীনকাল থেকে থিয়ান চিন চীনের গুরুত্বপূর্ণ নদী ও সমুদ্রবন্দর।

থিয়ান চিন শহরের ইতিহাস ৬০০ বছরের বেশি এবং এখানে পাহাড়, নদী, সাগর ও হ্রদ আছে। প্রাকৃতিক দৃশ্য চমত্কার।

২০১৫ সালের শেষ নাগাদ থিয়ান চিনয়ের স্থায়ী লোকসংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৫০০ জন এবং এর মধ্যে ৫০ লাখ মানুষ বাহির থেকে থিয়ান চিনে আসে। ত্য আং ও লুওপা ছাড়া, চীনের ৫৪টি জাতির মানুষ থিয়ান চিন শহরে পাওয়া যায়। সংখ্যালঘু জাতির মানুষের লোকসংখ্যা ৩.৩ লাখ। এর মধ্যে হুই জাতির মানুষ সবচেয়ে বেশি।

বিনহাই নতুন district, হ্য পিং district, নান খাই districtসহ থিয়ান চিনের অধীনে ১৬টি district আছে।

২০১৫ সালে থিয়ান চিনের জিডিপি ১৬৫,৩৮১ হাজার কোটি ইউয়ান। শহরের স্থায়ী নাগরিকদের নিষ্পত্তিযোগ্য আয় ছিল গড়ে ৩৪১০১ ইউয়ান এবং গ্রামবাসিন্দাদের নিষ্পত্তিযোগ্য গড় আয় ১৮৪৮২ ইউয়ান।

২০১৪ সালে উত্থাপিত হয় বেইজিং-থিয়ান চিন-হ্যপেই সমন্বয় উন্নয়ন প্রকল্প। থিয়ান চিন চীনের হাইস্পিড রেলের সংযোগস্থলে পরিণত হয়। বেইজিং-কুয়াংচৌ, বেইজিং-শাংহাই, ও বেইজিং-থিয়ান চিন হাইস্পিড রেলের সংযোগস্থল থিয়ান চিন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040