ওয়েন চাও লুন কন্ঠশিল্পী হিসেবে প্রথমে কাজ শুরু করেন। ১৯৮২ সালে তিনি হংকং টেলিভিশনের 'কলা নৌকা' অনুষ্ঠান উপস্থাপনা করতে শুরু করেন।
১৯৮৬ সালে ওয়েন চাও লুনের প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'আগের স্মৃতি' প্রকাশিত হয়। একই বছর তিনি আনুষ্ঠানিকভাবে হংকংয়ের টিভিবি টেলিভিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই টেলিভিশনের একজন শিল্পী হন। এরপর তিনি নিজের প্রথম টিভি সিরিজ 'শহরের গল্পে' অভিনয় করেন।
১৯৮৭ সালে ওয়েন চাও লুনের দ্বিতীয় ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'ভালোবাসার গল্প' প্রকাশিত হয়। তিনি প্রথমবারের মতো গানের সুর ও কথা রচনা করেন।
১৯৯০ সালে ওয়েন চাও লুন প্রথম 'আমি আসলে ভালো মানুষ' নামের টিভি সিরিজে অভিনয় করেন। এই টিভি সিরিজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের তালিকার তৃতীয স্থানে ছিল।
১৯৯০ সালে ওয়েন চাও লুনের তৃতীয় ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'তোমাকে ছাড়া' প্রকাশিত হয়।
১৯৯১ সালে তিনি টিভি সিরিজ 'এই জীবন নিয়ে আমি অনুতাপ করি না'-য় অভিনয় করেন। তিনি এই টিভি সিরিজের থিম সং 'কখনই তোমার জিততে পারিনি' গেয়েছেন।
১৯৯২ সালের জুলাই মাসে, ওয়েন চাও লুন চীনের তাইওয়ান প্রদেশে নিজের প্রথম চীনা ভাষার অ্যালবাম 'তুমি আর আমাকে কতোদিন ভালোবাসবে' প্রকাশ করেন। এই অ্যালবাম বিক্রি হয় ২ লাখেরও বেশি কপি।
১৯৯৩ সালের মার্চ মাসে, ওয়েন চাও লুন তাইওয়ান প্রদেশে তাঁর দ্বিতীয় চীনা ভাষার অ্যালবাম 'সবসময় তুমি' প্রকাশ করেন।
১৯৯৫ সালে ওয়েন চাও লুনের চতুর্থ অ্যালবাম 'মিথ্যা বলা' বাজারে আসে।
১৯৯৫ সালে হংকংয়ের টিভিবি টেলিভিশন প্রতিষ্ঠার ২৮ বছর পূর্তিতে 'দশটি সবচেয়ে জনপ্রিয় হংকং টিভি সিরিজ' নির্বাচন করে। এতে ওয়েন চাও লুনের অভিনয় করা তিনটি টিভি সিরিজ স্থান পায়। বিশেষ করে তাঁর অভিনয় করা 'আমি আসলে ভালো মানুষ' হংকংয়ের দর্শকদের সবচেয়ে প্রিয় টিভি সিরিজ হিসেবে স্বীকৃতি পায়।
১৯৯৭ সালে ওয়েন চাও লুন চীনের মূল ভূভাগের টিভি সিরিজ 'পৃথিবীর ভালোবাসায়' অভিনয় করেন।
২০০৬ সালের সেপ্টেম্বর মাসে ওয়েন চাও লুনের টিভি সিরিজ 'আন্তঃদেশীয় অভিযান' রিলিজ হয়।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়েন চাও লুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)