মধ্য ও পশ্চিম অঞ্চলে সাংস্কৃতিক শিল্পের আয় বেড়েছে
  2020-03-03 14:13:17  cri

সম্প্রতি, জাতীয় পরিসংখ্যান ব্যুরো ২০১৯ সালে সাংস্কৃতিক শিল্প বিকাশের তথ্য প্রকাশ করে। নির্ধারিত আকারের উপরে আটান্ন হাজার সংস্কৃতি ও সম্পর্কিত শিল্প উদ্যোগের সমীক্ষা অনুসারে, ২০১৯ সালে উল্লিখিত সংস্থাগুলি স্থিতিশীল ও দ্রুত প্রবৃদ্ধি বজায় রেখে ৮.৬ ট্রিলিয়ন ইউয়ান অর্জন করেছে। এর মধ্যে মধ্য ও পশ্চিমাঞ্চলে সাংস্কৃতিক শিল্পের পরিচালিত আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে।

শিল্প বিভাগ অনুসারে, সংস্কৃতি সম্পর্কিত শিল্পে নয়টি শিল্পের পরিচালন উপার্জন সবচেয়ে বেশি। এগুলি হলো নিউজ ইনফরমেশন সার্ভিসেস, সাংস্কৃতিক বিনিয়োগ কার্যক্রম এবং সৃজনশীল ডিজাইন পরিষেবা ইত্যাদি। অঞ্চল অনুসারে, পূর্ব অঞ্চলের আয়ের পরিমাণ আগের বছরের তুলনায় ৬.১শতাংশ বৃদ্ধি পেয়েছে; মধ্য, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল যথাক্রমে ৮.৪ শতাংশ, ১১.৮ শতাংশ এবং ১.৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সামাজিক বিজ্ঞান ও সংস্কৃতি বিভাগের পরিসংখ্যানবিদ সিন জিয়া বলেন, সাংস্কৃতিক ব্যবস্থার সংস্কারকে আরও গভীরতর করা এবং ক্রমাগত সাংস্কৃতিক গ্রাহকের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীনের সাংস্কৃতিক শিল্প ২০১৯ সালে স্থিতিশীল ও দ্রুত বিকাশ অব্যাহত রাখবে। বিশেষত, এটি চারটি প্রধান বৈশিষ্ট্য উপস্থাপন করেছে। প্রথমত, সব সাংস্কৃতিক শিল্প ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। দ্বিতীয়টি হলো, নতুন সাংস্কৃতিক বিন্যাসগুলির মজবুত গতি। তৃতীয়টি হলো, সাংস্কৃতিক সেবার দ্রুততম বৃদ্ধি। চতুর্থত, মধ্য ও পশ্চিমাঞ্চলের আয়ের অনুপাত বৃদ্ধি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040