চীন ও ব্রিটিশ পর্যটন শিল্পগুলো কঠিন সময় পাড় করছে এবং মহামারীটি ছড়িয়ে পড়ছে
  2020-03-03 14:12:01  cri

২৬ ফেব্রুয়ারি "২০২০ কেমব্রিজ ট্যুরিজম টেকসই উন্নয়ন সম্মেলন" সফলভাবে যুক্তরাজ্যের কেমব্রিজে অনুষ্ঠিত হয়। সম্মেলনে চীনা ও ব্রিটিশ পর্যটন শিল্পের মধ্যে গভীর সম্পদ সহযোগিতা, কেমব্রিজের টেকসই পর্যটন সম্পদ উন্নতকরণ এবং নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর কৌশলগত বিন্যাস, সম্পদ বিন্যাস ও বাজারের প্রকল্প সংরক্ষণের ক্ষেত্রে চীনা ও ব্রিটিশ শিল্পগুলিকে একটি ভাল কাজে সহায়তা করার কথা বলা হয়। শ্রোতাবন্ধুরা, বিস্তারিত শুনুন চায়না মিডিয়া গ্রুপের সংবাদদাতার প্রবন্ধে।

কেমব্রিজ ট্যুরিজম টেকসই উন্নয়ন সম্মেলনটি কেমব্রিজের পর্যটন, সম্মেলন ও পুরষ্কার এবং স্টাডিট্যুর খাতে একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন। কেমব্রিজ স্থানীয় সরকার বিভাগ, শিল্প সমিতি, পর্যটন, হোটেল, রেস্তোরাঁ, খুচরা ও অন্যান্য পরিষেবা পর্যটন উৎস ও পর্যটন সেবা সংস্থার জন্য একটি মূল্যবান প্রশিক্ষণ, যোগাযোগ ও সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করে। কেমব্রিজ ট্যুরিজম টেকসই উন্নয়ন সম্মেলনটি কেমব্রিজ ট্যুরিজম বোর্ড এবং কেমব্রিজ চীন সেন্টার পরিচালনা করে। এতে চীনা ও ব্রিটিশ পর্যটন এবং পর্যটন এজেন্সিগুলির ৬০টিরও বেশি প্রতিনিধি উপস্থিত হয়।

কেমব্রিজ পর্যটন ব্যুরোর ডিরেক্টর এমা সালটন বলেন, বাজার সম্প্রসারণের ক্ষেত্রে চীনা অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এ শিল্পখাতে মহামারীর প্রভাব হ্রাস করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ঐতিহাসিক পরিস্থিতি থেকে, চীনা ট্র্যাভেল এজেন্সিগুলির সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতা আমাদের জন্য সম্পূর্ণ নতুন ক্ষেত্র। যেহেতু এটি একটি অভূতপূর্ব ক্ষেত্র, তাই আমাদের এ সহযোগিতাকে স্বাগত জানাতে হবে এবং বাজার প্রসারিত করতে হবে। আমাদের কেবল শহরগুলোই নয়, আশেপাশের অঞ্চলগুলিতে এবং বিশ্বব্যাপীও কাজ করা দরকার। কেবল এভাবেই আমরা এই মহামারীর প্রভাব হ্রাসে একসাথে কাজ করতে পারি।

এমা সালটন উল্লেখ করেছিলেন যে, মহামারীর পরে বিস্তৃত ভ্রমণ অভিজ্ঞতা বিকাশের চেষ্টা করা কেমব্রিজের রাতারাতি পর্যটকদের সংখ্যা বাড়ানোর মূল ব্যবস্থা। তিনি বলেন, মহামারীর পরে, আমরা আরও বিস্তৃত অভিজ্ঞতা বিকাশের জন্য চাইনিজ অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। কেমব্রিজ প্রতি বছর প্রায় ৮.৪ মিলিয়ন পর্যটক আকর্ষণ করে। তবে, সাধারণত মাত্র ১২ শতাংশ পর্যটক রাতে থাকতে পছন্দ করেন। তাই ভবিষ্যতে পর্যটকদের আরও বিস্তৃত অভিজ্ঞতা অর্জনের অনুমতি দেওয়া দরকার।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ইউকে ও আয়ারল্যান্ড স্থল-ভ্রমণ পরিষেবাগুলিতে বিশেষীকরণ সংস্থা ইংজি ট্যুরসের প্রধান সুং চিয়ে বলেন, মহামারীর প্রভাবে চীনের বহির্মুখী ভ্রমণের সামগ্রিক ইতিবাচক প্রবণতা পরিবর্তন হবে না। তিনি বলেন, পর্যটন শিল্প কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি, প্রথমত, এটি আসলে সংস্থাগুলির সমন্বয়ের জন্য একটি সুযোগ। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, চীনা অর্থনীতি ও চীনের বহির্মুখী পর্যটনের গতি এখন খুব ভালো, কারণ বহির্মুখী ভ্রমণের চাহিদা এখনও খুব প্রবল। অংশগ্রহণকারী প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এদিন অনেক আলোচনা করেন। তারা কেমব্রিজ ও তার চারপাশের পর্যটন সম্পদ উন্নত করেছেন, কেমব্রিজের পর্যটন বৈচিত্র্য এবং পরীক্ষামূলক সমাধানগুলি সমৃদ্ধ করেছেন, পাশাপাশি চীনা ও ব্রিটিশ শিল্প সহকর্মীদের মতামত, গভীর সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে ভবিষ্যৎ গঠনে সম্মত হয়েছেন। সম্মেলনের প্রাক্কালে কেমব্রিজ ট্যুরিজম ডিরেক্টর এমা সালটন চীনদের যারা আন্তরিকভাবে নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন তাদের কল্যাণ কামনা করেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা দূর করতে পারবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কেমব্রিজে ভ্রমণের সুযোগ পাবেন। তিনি বলেন, আমি কেবল এটিই বলতে চাই যে, আমরা এই চ্যালেঞ্জিং সময়টিতে আন্তরিকভাবে চীনা জনগণের পাশে থাকবো, তাদের সহায়তা করবো। যখন সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা বিশ্বের পর্যটকদের স্বাগত জানাবো। চীনের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মহামারী শেষ হওয়ার অপেক্ষায় আছি এবং দ্রুত সবকিছু স্বাভাবিক হবে বলে আশা করছি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040