মার্চ ২: নভেল করোনাভাইরাস হলো মানবজাতির জন্য অভিন্ন চ্যালেঞ্জ। চীন অব্যাহতভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির চিন্তাধারা অনুসরণ করে মহামারী প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা চালাবে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা ভাগাভাগি করবে, এবং প্রতিরোধক ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণস্বাস্থ্যের নিরাপত্তা সুরক্ষা করবে। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীনের বিভিন্ন এলাকা মহামারী প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে আসা মানুষজনকে প্রয়োজনীয় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এসবই হচ্ছে চীনের আইন অনুসারে। আশা করা যায়, বিদেশি বন্ধুরা পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। তারা চীনের সঙ্গে সহযোগিতা করবেন বলেও আশা করা যায়। (লিলি/আলিম/শুয়ে)