রংধনু চেম্বার গায়কদল
  2020-03-02 13:23:40  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের বিশেষ একটি গায়কদলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এর নাম 'রংধনু চেম্বার গায়কদল'। এর প্রায় সব সদস্য শুধু সংগীতের অনুরাগী, তবে তারাও পেশাদার মানের পারফরমেন্স করতে পারে। কোরাসের গানগুলো সাধারণত আনুষ্ঠানিক ও গম্ভীর ক্লাসিক গান। তবে রংধনু চেম্বার গায়ক দলের গান মজার ও লোকদের জীবনের খুব কাছাকাছি, আর তারা এজন্য পরিচিত ও জনপ্রিয়।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে রংধনু চেম্বার গায়ক দলের কিছু জনপ্রিয় গান শুনবো।

রংধনু চেম্বার গায়কদল ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। তখন তা ছিল শাংহাই সংগীত অ্যাকাডেমির শিক্ষার্থীদের একটি ৮জনের ইন্টারেস্ট গ্রুপ। রংধনু নামকরণের কারণ সহজে মনে রাখা। শুরুতে তারা শুধু ক্লাসিক কোরাস গান গাইতো। গায়কদলের প্রতিষ্ঠাতা ও কন্ডাকটর চিন ছেং চি গানগুলোতে আরো মজা দেওয়ার জন্য নিজেই গান রচনা করতে শুরু করেন। ক্রমেই রংধনু কোরাস তাদের ক্লাসিক কোরাস গানের তুলনায় খুব আলাদা ও বৈশিষ্ট্যময় গানের জন্য পরিচিত হয়ে ওঠে।

বন্ধুরা, এখন শুনুন রংধনু গায়কদলের গান 'রংধনু'।

গান ১

২০১৬ সালে রংধনু গায়কদল গান 'ছাং শি ছাও তুমি আমার চাবি কথায় রেখেছো' গানটি গায়। গায়করা খুব মজা ও জীবন্ত কথা ব্যবহার করেন। গানটি দ্রুত চীনের ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ও জনপ্রিয় হয়। সেই সঙ্গে রংধনু কোরাসও পরিচিতি পায়।

বন্ধুরা, এখন রংধনু গায়কদলের খুব জনপ্রিয় গান 'ছাং শি ছাও তুমি আমার চাপি কথায় রেখেছো'শুনবো।

গান ২

গান শুনে বোঝা যায়, রংধনু গায়কদলের গানের সুর, ছন্দ ক্লাসিক কোরাস গানের তুলনায় একেবারে আলাদা। অনেকে মনে করেন, কোরাস গান পুরানো ধাঁচের, গম্ভীর ও সহজে বোঝা যায় না। তবে রংধনু গায়কদলের গান একেবারে জীবনের গান। এক সংগীত সমালোচক বলেন, তাদের গান কোরাস ফর্মের চেহারায় পপ, রক, জ্যাজ.....সব ধরনের সংগীতের ছায়া দেখা যায়; আর ভেতরে হচ্ছে একটি ভালোবাসার সুর। রংধনু কোরাসের প্রতিষ্ঠাতা ও কন্ডাকটর চিন ছেং চিও বলেন জীবন হচ্ছে গান রচনার প্রধান অনুপ্রেরণার উৎস। যারা সবসময় অতিরিক্ত কাজ করে, তাদের জীবনের গল্প উঠে এসেছে গানটিতে। গানে খুব মজার কথা দিয়ে ওভারটাইমের প্রতি তাদের মনের অভিযোগ প্রকাশিত হয়। এটি অনেক মানুষের মনের কথা।

বন্ধুরা, এখন রংধনু গায়কদলের গান 'শরীর শক্তি হারিয়েছে' শুনবো।

গান ৩

'শরীর শক্তি হারিয়েছে' ছাড়া চিন ছেং চি আরো অনেক জীবন-ঘনিষ্ঠ গান রচনা করেছেন। যেমন, শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য গান 'শিক্ষক আমি বলতে চাই', প্রিয় হটপট দোকানের জন্য রচিত গান 'একটি হটপট দোকান', যারা শাকসবজি পছন্দ করে না তাদের জন্য রচিত গান 'শাকসবজিতে কী কী আছে', জীবনের সাধারণ ও সূক্ষ্ণ ব্যাপারগুলো তাদের গানের প্রধান বিষয় হয়ে উঠেছে। রংধনু গায়কদল তাদের চোখ দিয়ে জীবনকে পর্যবেক্ষণ করে, সংগীত দিয়ে জীবন রেকর্ড করে, এবং গানের মাধ্যমে জীবনের প্রতি তাদের চিন্তাভাবনা তুলে ধরে। তাদের গানের মাধ্যমে লোকেরা নতুন করে জীবনকে বুঝতে পারে।

বন্ধুরা, এখন রংধনু গায়কদলের গান 'দাদার একটি চিঠি'শুনবো।

গান ৪

রংধনু গায়কদলের নব্যতাপ্রবর্তনের কারণে অনেক চীনা লোক কোরাস সংগীত ফর্মটি গ্রহণ করেছে এবং পছন্দ করেছে। আর গায়করা নব্যতাপ্রবর্তন করে যাচ্ছে। চিন ছেং চি বলেন, গান গাওয়ার প্রক্রিয়া মনের কথা ও অনুভূতি প্রকাশের প্রক্রিয়া। তিনি আশা করেন, এই প্রক্রিয়া আনন্দময় ও দর্শকদের বিশেষ অনুভূতি দিতে পারে।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে রংধনু গায়ক দলের আরো একটি জনপ্রিয় গান 'আলিঙ্গন' শুনবো। আশা করি এই কোমল ও সুন্দর গান আপনাদের ভালো লাগবে।

গান ৫

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবারও কথা হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040