সহজ চীনা ভাষা: 'একটি ছোট পিচ গাছ'
  2020-03-02 13:16:01  cri

এই পাঠ হচ্ছে চীনের লেখক চাই পিং ওয়া রচিত একটি গদ্য। চাই পিং ওয়া ১৯৫২ সালে চীনের শ্যানসি প্রদেশের তিহুয়া জেলায় জন্মগ্রহণ করেন। চাই পিং ওয়া ২২ বছর বয়স থেকে প্রবন্ধ লেখা শুরু করেন, এখন পর্যন্ত তিনি ১৬টি উপন্যাস, ৩০টি ছোট গল্প ও অনেক গদ্য রচনা করেছেন। বই প্রকাশের পাশাপাশি চাই পিং ওয়া কয়েকটি পত্রিকার সম্পাদক এবং চীনের লেখক সমিতির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। গ্রামে জন্মগ্রহণ করা এবং বড় হওয়ার জন্য গ্রামের মানুষ, জীবন ও রীতিনীতি চাই পিং ওয়ার লেখার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি একটি যথার্থ ও আন্তরিক মন নিয়ে জীবন পর্যবেক্ষণ করেন, স্বাধীন চিন্তাভাবনা ও লেখার মাধ্যমে মানুষ ও সমাজের মধ্যে সংযোগ স্থাপন করেন। পরবর্তীতে বাস্তব দৃষ্টিভঙ্গি ও অকপট ভাষায় গল্প লিখে জীবনের প্রতি তার মনোভাব ও দর্শন প্রকাশ করেন। তার অনেক লেখা চীনের বিভিন্ন সাহিত্য পুরস্কার পায়, আর চীনের পাঠ্যপুস্তকেও তা অন্তর্ভুক্ত হয়।

এই পাঠের লেখার শিরোনাম একটি ছোট পিচ গাছ। শুরুতে তা ছিল নানির দেওয়া একটি পিচ-গাছের বীজ; যা লেখকের শৈশবের স্বপ্ন ও আশা বহন করে। লেখক এই বীজ বপন করেন। তিনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বীজও অঙ্কুরিত হয়, খুব খারাপ পরিবেশে ক্রমেই বড় হতে থাকে। পরিবারের অবস্থা অনেক পরিবর্তনের পর পিচ গাছটিও বেঁচে থাকে। এমনকি ফুলও ফোটে। সেই ফুল যেন স্বপ্নের আলো, লেখককে জানায় বর্তমান জীবন কষ্টের হলেও সুন্দর ভবিষ্যত্ সামনে অপেক্ষা করছে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

树shù গাছ 种树 zhòng shù গাছ বপন করা

桃树táo shù পিচ গাছ 桃花táo huā পিচ ফুল

开花 kāi huā ফুল ফোটা

长大 zhǎng dà বড় হওয়া 树长大了shù zhǎng dà le গাছ বড় হয়েছে 那个男孩长大了 nà gè nán hái zhǎng dà le সেই ছেলে বড় হয়েছে

雨 yǔ বৃষ্টি 下雨 xià yǔ বৃষ্টি পড়া天气 tiān qì আবহাওয়া 今天天气怎么样?jīn tiān tiān qì zěn me yàng? আজকের আবহাওয়া কেমন?

照顾 zhào gù যত্ন নেওয়া 他需要照顾 tā xūyào zhào gù তার যত্ন নেওয়া দরকার।

梦想 mèng xiǎng স্বপ্ন 你的梦想是什么?nǐ de mèng xiǎng shì shěn me তোমার স্বপ্ন কী? 做梦 zuò mèng স্বপ্ন দেখা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040