১৯৯৮ সালে তিনি গীতিকার হিসেবে সোনি রেকর্ডসে যোগ দেন।
২০০১ সালে তিনি কন্ঠশিল্পী হিসেবে রক সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং নিজের প্রথম অ্যালবাম 'ভোর' প্রকাশ করেন। এই অ্যালবামের দশটি গানের মধ্যে হুয়াং চেং নিজেই ৮টি গান রচনা করেছেন। এই অ্যালবাম বিক্রি হয়েছে ২ লক্ষাধিক কপি।
২০০৩ সালে হুয়াং চেং-এর দ্বিতীয় অ্যালবাম 'ভালোবাসার নর্মঁদি' প্রকাশিত হয়। এর অন্যতম গান 'দৌড়ানো' ২০০৩ সালে চীনের বাস্কেটবল লীগ সিবিএ'র থিম সং হিসেবে নির্বাচিত হয়।
২০০৫ সালে হুয়াং চেং-এর তৃতীয় অ্যালবাম 'একজনের যুদ্ধ' বাজারে আসে। ২০০৭ সালে তাঁর চতুর্থ অ্যালবাম 'তোমার হাত ছেড়ে দেবো না' রিলিজ হয়।
২০০৮ সালে হুয়াং চেং প্রথমবারের মতো তুংনান সঙ্গীত তালিকার 'মূল ভূভাগের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কন্ঠশিল্পীর' পুরস্কার লাভ করেন।
২০০৯ সালে হুয়াং চেং-এর পঞ্চম অ্যালবাম 'আমি কার প্রিয়' প্রকাশিত হয়। এই অ্যালবামের থিম সং 'আমি কার প্রিয়' প্রকাশের পর পরই চীনের বিভিন্ন রেডিও স্টেশনের সঙ্গীত তালিকায় কয়েক সপ্তাহ ধরে শীর্ষ স্থান দখল করে থাকে। একই বছর তিনি আবারও তুংনান সঙ্গীত তালিকার ''মূল ভূভাগের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কন্ঠশিল্পীর' পুরস্কার লাভ করেন।
২০১১ সালে হুয়াং চেং-এর আরেকটি অ্যালবাম 'তুমি কি ভালোবেসেছো?' বাজারে আসে। এই অ্যালবাম ম্যাগাজিনের মতো করে প্রকাশিত হয়, চারটি গান, চারটি প্রচ্ছদ এবং চারটি গল্পের মাধ্যমে।
২০১২ সালে হুয়াং চেং-এর সপ্তম অ্যালবাম 'হুয়াং চেং-এর ভালোবাসা' রিলিজ হয়। ২০১৫ সালে হুয়াং চেং চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 'মৃত্যুরহস্য' শীর্ষক চলচ্চিত্রে একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি এই চলচ্চিত্রের জন্য থিম সং 'পরিবর্তন'ও গেয়েছেন।
২০১৩ সালে হুয়াং চেং নিজের অষ্টম অ্যালবাম 'বেইজিংয়ে একাকী নয়' প্রকাশ করেন। তিনি একই বছর চ্যানেল ভি-এর সবচেয়ে জনপ্রিয় গীতিকারের পুরস্কার জিতে নেন।
২০১৬ সালে হুয়াং চেং চীনের বিখ্যাত শিল্পী হান কেং, থাং ইয়ান, মো ওয়েন ওযেই এবং হ্য জুং-এর সঙ্গে চলচ্চিত্র 'পশ্চিম যাত্রার কাহিনী ৩'-তে অভিনয় করেন।
২০১৭ সালে হুয়াং চেং 'দ্বিতীয় ভালোবাসা' নামের চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৯ সালের অক্টোবর মাসে হুয়াং চেং টিভি সিরিজ 'সে আসলে তোমাকে এতো ভালোবাসে না'-তে অভিনয় করেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং চেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)