ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাহায্য করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চীনের সরকার
  2020-02-29 15:10:33  cri

১. চীনের রাষ্ট্রীয় পরিষদের এক সভা গত মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যক্তি-উদ্যোক্তাদের জন্য সহায়তা বাড়াতে আর্থিক সংস্থাগুলোকে উত্সাহ দেওয়া হয়।

সভায় বলা হয়, চীনে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি, তৃণমূল পর্যায়ের চিকিত্সা ও সামাজিক সেবাসহ বিভিন্ন খাতে নিয়োগের সুযোগ বাড়াতে হবে। কৃষিখাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ভর্তুকিও বাড়াতে হবে।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, সংকটে পড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হবে। তা ছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় আরও ৫০০ বিলিয়ন ইউয়ান ঋণ দেবে কেন্দ্রীয় সরকার।

সভায় বলা হয়, আগামী পয়লা মার্চ থেকে মে মাসের শেষ দিক পর্যন্ত, হুপেই প্রদেশের ছোট্ট ব্যবসায়ীদের ভ্যাট দিতে হবে না। অন্যান্য অঞ্চলে ভ্যাটের হারও ৩ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

২. সম্প্রতি চীনের জনসম্পদ ও সামাজিক সুনিশ্চয়তা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যমোচন কার্যালয়ের যৌথ উদ্যোগে চীনে দরিদ্র শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর নীতিমালা ঘোষণা করা হয়।

ঘোষণায় বলা হয়, নভেল করোনাভাইরাস ঠেকানোর পূর্বশর্তে দরিদ্র শ্রমশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা কার্যকর করতে হবে। এটি চীনে বহুমুখী সচ্ছল সমাজ গড়ে তুলতে এবং দারিদ্র্যমোচনে সহায়ক হবে।

ঘোষণায়ে যেকল কাজের ওপর গুরুত্বারোপ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে: দরিদ্র শ্রমশক্তি নিয়োগে গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্সাহ দেওয়া; বাইরে কাজ করতে যাওয়া শ্রমশক্তির স্বার্থ সুনিশ্চিত করা; সংশ্লিষ্ট কর্মসংস্থান ইউনিটকে কর্মসংস্থান-ভর্তুকি দেওয়া; ভাইরাসে আক্রান্ত এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উত্পাদন শুরুকে উত্সাহ দেওয়া; ভাইরাসের কারণে কর্মচ্যুত হওয়া দরিদ্র ব্যক্তিদের ভর্তুকি দেওয়া; এবং অনলাইনে প্রশিক্ষণ নিতে দরিদ্র শ্রমশক্তিকে উত্সাহ দেওয়া।

৩. ভিয়েতনামের একটি ডেইরি প্রতিষ্ঠান চীনে দুগ্ধজাত পণ্য রফতানি করবে। এই ডেইরি প্রতিষ্ঠানটি হচ্ছে ভিয়েতনাম ডেইরি প্রডাক্টস জয়েন্ট কোম্পানি (ভিনামিল্ক)। সম্প্রতি দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, ভিনামিল্ক হচ্ছে দ্বিতীয় ভিয়েতনামি কোম্পানি যেটি চীনে দুগ্ধজাত পণ্য রফতানির সুযোগ পেতে যাচ্ছে। কোম্পানিটি অদূর ভবিষ্যতে চীনে বিভিন্ন কনডেন্সড মিল্ক রফতানি করবে।

৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সম্প্রতি জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোকে অনিশ্চয়তা কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত প্রথম দফার বাণিজ্যচুক্তি ইতোমধ্যেই বিশ্ব-বাণিজ্যে খানিকটা অনিশ্চয়তা কমিয়েছে। কিন্তু এখনও অনেক কাজ করতে হবে।

৫. মালয়েশিয়ার মূল্যস্ফীতি বেড়েছে। জানুয়ারিতে আগের বছরের একই সময়ের চেয়ে মূল্যস্ফীতি ছিল ১.৬ শতাংশ বেশি। দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানায়। প্রাপ্ত তথ্যানুসারে, তেলের মূল্য বৃদ্ধির কারণেই মূলত মূল্যস্ফীতি বেড়েছে।

৬. বাংলাদেশে দেড় মাসের ব্যবধানে আবারও সোনার দাম বেড়েছে। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম সম্প্রতি প্রতিভরি ১ হাজার ১৬৬ টাকা বাড়ে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুসারে, সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের সোনা প্রতিভরি এখন ৬১ হাজার ৫২৭ টাকা দরে। আগে এ মানের সোনার ভরি ছিল ৬০ হাজার ৩৬১ টাকা। এ ছাড়া, নতুন দাম নির্ধারণের পর ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৫৯ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৫৪ হাজার ১১৭ টাকায় দাঁড়িয়েছে।

৭. 'মেইড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ালটনের তৈরি স্মার্টফোন যাবে যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, আমেরিকার একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ওয়ালটনের কাছ থেকে স্মার্টফোন নিচ্ছে। ওরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে ওই ব্র্যান্ডটিকে স্মার্টফোন তৈরি করে দিচ্ছে ওয়ালটন।

উল্লেখ্য, এর আগে আমেরিকার বাজারে ইলেকট্রনিক্স এবং আইসিটি পণ্য বিক্রির জন্য বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে চুক্তি করে ওয়ালটন। খুব শিগগিরই ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, কমপ্যাক্ট মিনি রেফ্রিজারেটর, হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য অ্যামাজনের ওয়েবসাইটে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

৮. এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ভিয়েতনামের সঙ্গে সম্প্রতি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির অনুমোদন দিয়েছে ইউরোপের পার্লামেন্ট। চুক্তির ফলে বেশকিছু পণ্যে সঙ্গে সঙ্গেই শুল্ক প্রত্যাহার হবে। আর বাকি পণ্যে আগামী ১০ বছরে উভয় অঞ্চলের আমদানি-রপ্তানিতে শুল্ক শূন্যে নেমে আসবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনাম ইউরোপে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে সেখানে বাংলাদেশি পণ্য বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে। ফলে ভিএন এফটিএ নামের এই চুক্তি ইউরোপে বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কেননা, বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ মনে করা হয় ভিয়েতনামকে। এই চুক্তির ফলে সার্বিকভাবে স্বল্পোন্নত দেশগুলোর ইউরোপে রপ্তানি বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে। এর মধ্যে স্বল্পোন্নত হিসেবে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের পণ্য রপ্তানিতে। কেননা, স্বল্পোন্নত দেশগুলোর বেশিরভাগেই শিল্পপণ্য রপ্তানিনির্ভর নয়, কৃষিপণ্যই তাদের মূল পণ্য। এর মধ্যে শিল্পপণ্য রপ্তানিকারক হিসেবে কম্বোডিয়া, নেপাল, ইথিওপিয়াসহ আফ্রিকার কিছু দেশ এই চুক্তির ফলে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে।

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানে ইউরোপের বাজারে সব ধরনের রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায়। অন্যদিকে উন্নয়নশীল দেশ হিসেবে ভিয়েতনামকে পরিশোধ করতে হয় ৮ থেকে ১২ শতাংশ শুল্ক। পরবর্তী ১০ বছরের মধ্যে ধাপে ধাপে এই শুল্ক প্রায় শূন্যে নেমে আসবে। অন্যদিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পর ২০২৭ সালের পর শুল্কমুক্ত সুবিধা পাবে না ইউরোপের বাজারে। তখন বাংলাদেশকে বাড়তি শুল্ক পরিশোধ করতে হবে।

৯. বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন প্রকল্পে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। সম্প্রতি এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির তৃতীয় ধাপ বাস্তবায়নে এ অর্থ ব্যয় হবে।

এর আগে ২০১৫ সালের নভেম্বর বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। প্রথম ধাপে ৮ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। সেই ধারাবাহিকতায় ঋণ অনুমোদন হলো।

সংস্থাটি জানিয়েছে, ২০১২ সাল থেকে এডিবি সরকারের সঙ্গে পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মূলত ২০১০ সালে শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর বাজারে আস্থা ফিরিয়ে আনাসহ পুঁজিবাজারকে একটি টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করতে এ ধরণের প্রকল্প গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজারে ১০ বছর মেয়াদী জাতীয় মাস্টার প্লান তৈরি করা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর স্বাধীনতা নিশ্চিত করতে আইনি সংস্কার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ), কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক রিপোর্ট ও অডিটগুলোতে আরো স্বচ্ছতা আনাসহ বিমা শিল্পের উন্নয়নে নানা কর্মসূচি রয়েছে।

(আলিমুল হক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040