রোববারের আলাপন-200301
  2020-03-08 18:52:57  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, এখন নভেল করোনাভাইরাস নিউমোনিয়া তথা কোভিড-১৯ প্রতিরোধের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ সময়। বিশ্বব্যাপী বিশেষ করে চীনে চিকিত্সকসহ সবাই সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এ মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। ভাই, আপনি প্রতিদিন এ সম্পর্কে খবর বা প্রতিবেদন দেখছেন। এ সময় আপনার জীবন কেমন চলছে? কীভাবে কাটছে আপনার দিন? আপনি আমাদের ভাইবনদের সাথে কি কি শেয়ার করতে চান?

আলিম:...

আকাশ: আসলে এ কঠিন মূহুর্তে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা চীনকে বিভিন্ন উপায়ে সহায়তা এবং সমর্থন দিয়ে আসছে। এ সব দেখে আমি অনেক মুগ্ধ এবং উত্সাহিত হয়েছি।

আলিম: সম্প্রতি আর্ন্ত্জাতিক টেবিল টেনিস ফেডারেশান সুইজারল্যান্ডে চীনা দূতাবাসে ২.১৫ লাখ ইয়ান দান করেছে। এ অর্থ দেওয়া হয়েছে চীনে বিশেষ করে উহানে নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে, আর্ন্ত্জাতিক টেবিল টেনিস ফেডারেশানের সভাপতি রোনাল্ড ক্রামার চীনা রাষ্ট্রদূত কেং ওয়েন পিংয়ের হাতে এ পরিমাণ অর্থ তুলে দেন। এসময় অনুষ্ঠানস্থলে এক বিশাল স্ক্রিনে ভেসে ওঠে: 'উহান এগিয়ে যাও' 'বি স্ট্রং, উহান'।

অনুষ্ঠানে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশানের কর্মকর্তা নিকোলাস ইমহফ বলেন,

আকাশ: "চীনে ছড়িয়ে পড়া মহামারী সাড়া বিশ্বের লোকজনের নজরে পড়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু টাকা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দান করব। এটা চীনা জনগণের প্রতি সমর্থন প্রকাশের জন্য।"

সুইজারল্যান্ডে চীনা রাষ্ট্রদূত কেং ওয়েন পিং এ বন্ধুত্বপূর্ণ কর্মকান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, চীনের সরকার মহামারী প্রতিরোধের উপর অত্যন্ত গুরুত্ব দেয়। উন্মুক্ততা ও স্বচ্ছতার ভিত্তিতে মহামারীর বিরুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে চীনা সরকার ও জনগণ। এ লড়াইয়ে জয় হবেই । তিনি বলেন,

আকাশ: 'আর্ন্ত্জাতিক টেবিল টেনিস ফেডারেশান চীনকে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অর্থসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি উহান শহরের জনগণের পক্ষ থেকে এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চীনের জনগণ নিজেদের প্রাণের জন্য যুদ্ধ করছে, মানবজাতির জন্য যুদ্ধ করছে। এ যুদ্ধে জয়ের ব্যাপারে চীনা জনগণ আত্মবিশ্বাসী।'

আলিম: অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও 'উহান এগিয়ে যাও' শ্লোগান দেয়। আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার চেয়ারম্যান থমাস ওয়েকার্ট এসময় বলেন,

আকাশ: 'চীনের টেবিল টেনিস সংস্থার সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এবারের অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিতে আমাদের বেশি আলাপ-আলোচনা করতে হয়নি। মনের দিক দিয়েও আমরা চীন ও উহানের পাশে আছি। বিশ্বের যে-কোনো স্থানে দুর্যোগ দেখা দিলে, চীন সেখানের জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। আজ চীনের দুর্যোগে আমাদের সবাইকে চীনের পাশে গিয়ে দাঁড়াতে হবে।'

মহামারী প্রতিরোধে চীনের প্রয়াস ও প্রচেষ্টার তিনি প্রসংশা করেন এবং বলেন,

আকাশ: 'মহামারী প্রতিরোধে চীন সময়মত এবং স্বচ্ছ ব্যবস্থা নিচ্ছে। আমি মনে করি চীন ইতোমধ্যে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। আমি চীনা জনগণকে জানাতে চাই যে, আমরা তাদের পাশে আছি। আমরা সবাই মিলে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করব।'

ইউরোপীয় টেবিল টেনিস সংস্থার চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশানের সদস্য হিসেবে এই সংস্থা চীনের জনগণের পাশে এসে দাঁড়াতে চায়। তিনি বলেন,

আকাশ:'আমাদের নজর ঘনিষ্ঠভাবে নভেল করোনাভাইরাস মহামারীর ওপরে রাখতে হবে। আমরা চীনা জনগণকে বাস্তব সাহায্য দিতে চাই। যে অর্থ দান করা হচ্ছে তা বেশি নয়। তবে, এতে চীন জনগণের জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যাবে।'

তিনি জানান, অবশেষে মহামারীর বিরুদ্ধে এ লড়াইয়ে চীন জয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন,

আকাশ:'চীন এখন তার সবোর্চ্চ প্রচেষ্টা চালাছে। আমি মনে করি তারা ভালই করছে। আমি নিশ্চিত যে, চীন এ কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন জয়ী হবে।'

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040