আরব লিগের স্বাস্থ্যমন্ত্রী পরিষদের ৫৩তম সম্মেলন কায়রোতে অনুষ্ঠিত
  2020-02-28 13:59:36  cri
ফেব্রুয়ারি ২৮: স্থানীয় সময় (বৃহস্পতিবার) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয় আরব লিগের স্বাস্থ্যমন্ত্রী পরিষদের ৫৩তম সম্মেলন । সম্মেলনের মূল প্রতিপাদ্য, 'নভেল করোনাভাইরাস প্রতিরোধে যৌথ প্রতিরোধব্যবস্থার সমন্বয় করা।'

মিশেরে চীনা রাষ্ট্রদূত ও আরব লিগে নিযুক্ত চীনা প্রতিনিধি লিয়াও লি ছিয়াং এ সম্মেলনে চীনের নভেল করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ের সর্বশেষ অবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার কার্যকারিতা তুলে ধরেন। তিনি বলেন, এ ভাইরাসের ঠেকাতে আরব লিগ ও আন্তর্জাতিক সমাজের পাশে থাকবে চীন।

‌এ সম্মেলনের পর প্রকাশিত এক বিবৃতিতে চীনের কথা চারবার উল্লেখ করা হয়। এতে এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীনের প্রচেষ্টা এবং এ ভাইরাস প্রতিরোধের চীনের ব্যবস্থা ও স্বচ্ছ অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়।

তা ছাড়া, বিবৃতিতে বলা হয়, এ ভাইরাস প্রতিরোধে চীনের পাশে থাকবে আরব লিগ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040