চীনের উহান থেকে ২৩ বাংলাদেশিকে ভারতের একটি বিশেষ বিমানে করে দিল্লিতে আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমশিনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় নাগরিকদের সঙ্গে তাদেরও দিল্লির একটি শহরতলীতে কোয়ারেন্টাইনে রাখা হবে। এদিকে, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, ওই ২৩ বাংলাদেশি করোনা আক্রান্ত নন। তবে সতর্কতা হিসেবে ১৪ দিন তারা দিল্লিতে পর্যবেক্ষণে থাকবেন। তারপর তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।