৯২তম অস্কার
  2020-02-26 15:45:41  cri

অস্কারের ৯২তম আসরে প্রতি বছরের মতো ২৪টি বিভাগে দেওয়া হয়েছে এই পুরস্কার।

যুক্তরাষ্ট্রের লস অ্যঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি ৮টায় অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

চলতি বছর বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার জিতে ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র 'প্যারাসাইট'। এই প্রথম ইংরেজির বাইরে অন্য কোনো ভাষার চলচ্চিত্র সেরা চলচ্চিত্র ক্যাটগরিতে অস্কার পুরস্কার লাভ করে।

কেবল সেরা চলচ্চিত্রই নয়, অস্কারের সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্যারাসাইটের পরিচালক বং জুন হো। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম (আগে এ বিভাগের পুরস্কারের নাম ছিল বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র) এবং মৌলিক চিত্রনাট্যের দুটো অস্কারও গেছে প্যারাসাইটের দখলে।

প্যারাসাইট হল (bong joon ho)বং জুন-হো পরিচালিত ২০১৯ সালের দক্ষিণ কোরিয়ার রহস্যময় হাস্যকৌতুকময় রোমাঞ্চকর চলচ্চিত্র। হান জিন-ওনের সাথে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন জুন-হো। এতে মূল চরিত্রের অভিনয় করেছেন সং কাং-হো, লি সুন-কিউন, চো ইয়ো-জেওং, চোই উ-শিক, ও পার্ক সো-ডাম।

চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১শে মে কান চলচ্চিত্র উৎসবে এবং সেখানে এটি প্রথম কোরীয় চলচ্চিত্র হিসেবে সম্মানিত হয় এবং ২০১৩ সালের ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার চলচ্চিত্রের পর সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়। এটি পরে ২০১৯ সালের ৩০শে মে সিজে এন্টারটেইনমেন্ট কর্তৃক দক্ষিণ কোরিয়া মুক্তি পায়। এটি সর্বকালের অন্যতম সেরা দক্ষিণ কোরীয় চলচ্চিত্র এবং ২০১০-এর দশকের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে প্রশংসিত হয়। চলচ্চিত্রটি সারাবিশ্বে $১৬৭.৬ মিলিয়ন উপার্জন করে, যা জুন-হোর সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র এবং দক্ষিণ কোরিয়ার তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র।

প্যারাসাইট চলচ্চিত্রটি অসংখ্য পুরস্কার জয় করে, তন্মধ্যে রয়েছে ৯২তম একাডেমি পুরস্কার ছয়টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগের পুরস্কার। এটি প্রথম দক্ষিণ কোরীয় চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করে এবং প্রথম ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে অস্কার জয় করে। ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার লাভ করে। ৭৩তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি ইংরেজি ছাড়া অন্য ভাষার চলচ্চিত্র ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কৃত হয়। এ ছাড়া, এটি প্রথম অ-ইংরেজি চলচ্চিত্র হিসেবে চলচ্চিত্রের কুশীলবদের সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করে।

'দি আইরিশম্যান', 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড', 'ফোর্ড ভার্সাস ফেরারি', 'জোজো র‌্যাবিট', 'জোকার', 'লিটল উইমেন', 'ম্যারেজ স্টোরির'মতো চলচ্চিত্র এবারের অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন তালিকায় থাকলেও, সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে 'প্যারাসাইট'।

'প্যারাসাইট' নামে এ চলচ্চিত্রের গল্পের দিকে আমরা নজর দেবো।

চার সদস্যের একটি পরিবারের গল্প দিয়ে ছবির কাহিনী শুরু হয়েছে। দারিদ্র্যসীমার নিচে বাস করা সেই পরিবারটি পিত্‍‌জার বাক্স বানায়। একদিন পরিবারের ছেলে সন্তানটি আবিষ্কার করে তাদের বাসা থেকে কয়েকটি সিঁড়ি উপরে উঠলেই ওয়াইফাই পাওয়া যায়। ভালো থাকার চেষ্টা হিসেবে একসময় ছেলেটি ও মেয়েটি ধনীর সন্তানদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে যায়। একসময় তাদের মনে হয়, নিজের বাড়ির চাইতে অন্যের বাড়িতেই তাদের বেশি ভালো লাগছে। কারণ সেখানে সব সুযোগসুবিধা পাওয়া যায়। এভাবেই আগাতে থাকে ছবির গল্প।

প্রথম এশীয় ছবি হিসেবে অস্কারের ৯২তম আসরে ইতিহাস সৃষ্টি করেছে 'প্যারাসাইট'। সামাজিক বৈষম্য নিয়ে নির্মিত দক্ষিণ কোরিয়ার এই ছবিটি সেরা ছবিসহ মোট চার ক্যাটাগরিতে অস্কার জিতেছে। সেরা পরিচালকের পুরস্কার উঠেছে বং জুন হোয়ের হাতে। এমনকি 'অরিজিনাল স্ত্রিনপ্লে'র জন্যও পুরস্কৃত হয়েছে দক্ষিণ কোরিয়ার এই ছবিটি।

দক্ষিণ কোরিয়ার সিনেমা প্যারাসাইট সেই কাজটিই করল যা আর কোনো 'সাবটাইটেলওয়ালা ফিল্ম' অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ বছরের ইতিহাসে করতে পারেনি।

পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত কণ্ঠে পরিচালক বং জুন হো বলেন, আমার মনে হচ্ছে, ঘুম ভেঙে গেলে হয়ত দেখবো, এটা আসলে স্বপ্ন ছিল। সব কিছু খুব অদ্ভুত লাগছে। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কারটা পাওয়ার পর ভেবেছিলাম, আজ রাতের মতো বোধ হয় আমার কাজ শেষ। এখন আমি রিল্যাক্স করতে পারি। কিন্তু সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়ে মনে হচ্ছে সকাল অবধি আনন্দ করব।

আর অস্কার হাতে নিয়ে সিনেমার প্রযোজক কোয়াক সিন-আয়ে বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কখনও ভাবিনি যে এটা ঘটতে পারে। আমার মনে হচ্ছে, ইতিহাসের খুবই সৌভাগ্যের একটি মুহূর্ত দেখছি।

অনেকেই ভেবেছিলেন গত বছরের আলোচিত সিনেমা টড ফিলিপসের জোকার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়।

আর সেই জোকারকেই পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার লুফে নেয় প্যারাসাইট।

বিজয়ীর তালিকা

এখন ৯২তম অস্কার বিভিন্ন পুরস্কারের ওপর নজর রাখবো।

১. সেরা চলচ্চিত্র: প্যারাসাইট

অ্যাওয়ার্ডসের দীর্ঘ ইতিহাস ভেঙে এবারই প্রথম ইংরেজির বাইরে গিয়ে অন্য ভাষার কোনো চলচ্চিত্র সেরার সম্মাননা পেলো। সবাই তাক লাগিয়ে দিয়ে এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় দক্ষিণ কোরিয়ার 'প্যারাসাইট'।

সেরা চলচ্চিত্রই নয় শুধু, সবাইকে চমকে এই ছবি দিয়ে সেরা পরিচালকের খেতাব জিতে নিয়েছেন বং জুন-হো।

এ ছাড়া, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক কাহিনীচিত্র বিভাগের পুরস্কার নিয়ে অস্কারের ইতিহাসে স্মরণীয় হয়ে রইলো 'প্যারাসাইট'।

২. সেরা অভিনেতা: জোকিন ফিনিক্স, 'জোকার'

'জোকার' সিনেমায় অসামান্য অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেতা হিসেবে এবার অস্কার জিতে নিয়েছেন অভিনেতা জোকিন ফিনিক্স। এই চলচ্চিত্রে গোটা বিশ্বের সিনেমাপ্রেমিদেরকে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন তিনি।

৩. সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট

হলিউডে লম্বা ক্যারিয়ারের পাশাপাশি 'সুপুরুষ' শিল্পী হিসেবেও বিশ্ব জোড়া খ্যাতি রয়েছে তার। তিনি আর কেউ নন, জনপ্রিয় হলিউড অভিনেতা ব্র্যাড পিট। অভিনয়শিল্পী হিসেবে ব্র্যাড পিট এবারই প্রথম পেলেন অস্কার। এর আগেও তিনি পেয়েছেন এই পুরস্কার, কিন্তু সেটা ছিল টুয়েলভ ইয়ারস আ স্লেভ ছবির প্রযোজক হিসেবে। এবার নিয়ে ব্র্যাড পিট মোট সাতবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। অভিনয়শিল্পী হিসেবে পেয়েছেন চারবার। ৯২তম অস্কারে সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন ব্র্যাড পিট। 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড' ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন নেইবরহুড), অ্যান্থোনি হপকিংস (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান) ও জো পেসি (দ্য আইরিশম্যান)।

৪. সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার 'জুডি'

প্রয়াত মার্কিন অভিনেত্রী ও গায়িকা জুডি গারল্যান্ডের বায়োপিক 'জুডি' তে কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন অভিনেত্রী রেনে জেলেগার।

৫. সেরা সহ-অভিনেত্রী: সেরা-সহঅভিনেত্রী হয়েছেন লরা ডার্ন। 'ম্যারেজ স্টোরি' ছবিতে বিয়ে বিচ্ছেদ বিষয়ক আইনজীবীর ভূমিকায় অনবদ্য অভিনয় করে এ পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এর আগে আরও দু'বার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন লরা ডার্ন। তবে এবারই প্রথম অস্কার জয়ের হাসি ফুটলো তার মুখে।

৬. সেরা নির্মাতা: বং জুন হো, 'প্যারাসাইট'

৭. সেরা চিত্রনাট্য (মৌলিক): 'প্যারাসাইট'

এই বিভাগে জিতেছে কোরিয়ান ছবি 'প্যারাসাইট'। এ বিভাগে বং জন হু'র আলোচিত প্যারাসাইট ছবিটিকে প্রতিযোগিতা করতে হয়েছে কোয়ান্টিন টারান্টিনোর বহুল আলোচিত ছবি 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড'র সাথে।

৮. সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): 'জোজো র‌্যাবিট'

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে 'জোজো র‌্যাবিট'। এটি লিখেছেন পরিচালক তাইকা ওয়াইটিটি নিজেই। একই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'জোকার' (টড ফিলিপস ও স্কট সিলভার), 'লিটল উইমেন' (গ্রেটা গারউইগ), 'দ্য টু পোপস' (অ্যান্থনি ম্যাককার্টেন) ও 'দি আইরিশম্যান' (স্টিভেন জেইলিন)।

জোজো র‍্যাবিট ছবিটি ছয়টি মনোনয়ন পেয়ে মাত্র একটিতে পুরস্কার পেয়েছে বলে হাসাহাসি করার কিছু নেই। একটি পুরস্কার যে বড় বড় ছবির ভাগ্যে জোটেনি, সে কথা সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার।

৯. সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: 'টয় স্টোরি ফোর'

সেরা অ্যানিমেটেড ছবি বিভাগে পুরস্কার পেল 'টয় স্টোরি ফোর'। শেরিফ উডি ও বাজ লাইটইয়ারের মতো বিখ্যাত কিছু চরিত্র নিয়ে এটি পরিচালনা করেছেন জশ কুলি।

১০. সেরা তথ্যচিত্র: ওবামা-মিশেলের 'আমেরিকান ফ্যাক্টরি'

আমেরিকান ফ্যাক্টরিও কিন্তু একটি মনোনয়ন পেয়ে পুরস্কার লাভ করেছে। নেটফ্লিক্সের তৈরি পূর্ণদৈর্ঘ্য এই তথ্যচিত্র পেয়েছে সেরা তথ্যচিত্রের পুরস্কার। এখানে বলে রাখা ভালো, ছবিটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার চলচ্চিত্র স্টুডিও হায়ারগ্রাউন্ড প্রোডাকশনসের তৈরি। ২০১৮ সাল থেকে মিশেল আছেন এই স্টুডিও নিয়ে। সে বছরের মে মাসেই নেটফ্লিক্সের সঙ্গে মিশেল আর বারাক ওবামা চুক্তি স্বাক্ষর করেন। নিজেদের প্রথম ছবির জন্যই তাঁরা জিতে নিলেন অস্কার।

১১. সেরা প্রামাণ্যচিত্র শর্ট: ' Learning to Skateboard in a Warzone (If You're a Girl)

লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন'

কাবুলের তরুণীদের লিখতে চাওয়া, পড়তে চাওয়া ও স্কেটিং শিখতে যাওয়া কথা বলা হয়েছে এ প্রামাণ্যচিত্রে। এ বিভাগে প্রতিযোগিতায় ছিল সেন্ট লুইস সুপারম্যান, ইন দ্য অ্যাবসেন্স, লাইফ ওভারটেকস মি এবং ওয়াক রান চা-চা।

১২. সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (আগের নাম ছিল সেরা ভিনদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র): 'প্যারাসাইট', দক্ষিণ কোরিয়া

১৩. সেরা সংগীত: লাভ মি আগেইন, 'রকেটম্যান', এর শিল্পী: এলটন জন

এলটন জনের সংগীতময় আত্মজীবনী রকেট ম্যান পেয়েছে শতভাগ সাফল্য! তাদের ভাগ্যে জুটেছিল একটিমাত্র মনোনয়ন। সেরা গানের এই মনোনয়ন এসেছিল '(আই অ্যাম গন্না) লাভ মি অ্যাগেইন' গানটির জন্য। হ্যাঁ, মুখে হাসি ফুটেছে এলটন জনের। দ্বিতীয়বারের মতো অস্কার পেলেন তিনি। ১৯৯৫ সালে লায়ন কিং ছবির 'ক্যান ইউ ফিল দ্য লাভ টুনাইট' গানটির জন্য প্রথম অস্কার পেয়েছিলেন গুণী এই শিল্পী।

১৪. সেরা আবহসংগীত: 'জোকার'

১৫. সেরা চিত্রগ্রহণ: '১৯১৭'

আসলে সেরা চলচ্চিত্রের অস্কারের জন্য এবার মনোনয়নের তালিকায় আরও ছিল ফোর্ড ভার্সেস ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো র‍্যাবিট, জোকার, লিটল উইমেন, ম্যারেজ স্টোরি, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড এবং ১৯১৭।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকা স্যার স্যাম মেন্ডিসের ১৯১৭ সিনেমাটি এবার টেকনিক্যাল ক্যাটাগরিতে তিনটি পুরস্কার পেলেও বড় কোনো অস্কার জিততে পারেনি।

১৬. সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: '১৯১৭'

১৭. সেরা সম্পাদনা: 'ফোর্ড ভার্সেস ফেরারি'

১৮. সেরা শব্দ সম্পাদনা: 'ফোর্ড ভার্সেস ফেরারি'

এডিটিংয়ের জন্য মনোনয়ন পেয়েছিল- ১৯১৭, ফোর্ড ভার্সেস ফেরারি, জোকার, ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড, স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এ বিভাগে অস্কার গেল 'ফোর্ড ভার্সেস ফেরারির' জন্য ডোনাল্ড সিলভেস্টারের হাতে।

১৯. সেরা শব্দমিশ্রণ বা বেস্ট সাউন্ড মিক্সিং '১৯১৭' (মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন)

এবারের অস্কার আসরে বেস্ট সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার তুলে নিয়েছেন মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন। '১৯১৭' চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তারা।

২০. সেরা শিল্প নির্দেশনা বা সেরা প্রোডাকশন ডিজাইন : 'ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড'

সেরা প্রোডাকশন ডিজাইন বিভাগে পুরস্কার গেল বারবারা লিং ও ন্যান্সি হেইঘের হাতে।

২১. সেরা পোশাক নকশা: 'লিটল উইমেন'

পোশাক নকশায় পুরস্কার পাওয়া ব্রিটেনের জ্যাকলিন ডুরানের কথা না বলে লেখাটা শেষ করা যাবে না। তিনি দ্বিতীয়বারের মতো পেলেন এই পুরস্কার। লিটল ওম্যান ছবির জন্য তাঁর ভাগ্যে জুটল এটি। গত ১৫ বছরে তিনি সাতবার পোশাক নকশার জন্য পেয়েছেন মনোনয়ন। ২০১২ সালে আন্না কারেনিনা ছবির জন্য পেয়েছিলেন প্রথম অস্কার। তিনি যেসব ছবির পোশাক নকশা করেছেন, সেগুলোর নাম শুনুন—ডারকেস্ট আওয়ার, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ম্যাকবেথ, ম্যারি ম্যাকডালেন, মি. টার্নার, প্রাইড অ্যান্ড প্রেজুডিস।

২২. সেরা রূপ ও কেশসজ্জা: 'বম্বশেল'

২৩. সেরা লাইভ অ্যাকশন শর্ট: 'দ্য নেইবার্স উইনডো'

ব্রাদারহুড, নেফতা ফুটবল ক্লাব, সারিয়া, অ্যা সিস্টারকে পেছনে ফেলে লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতে নিয়েছে 'দ্য নেবার্স উইন্ডো।'

২৪. সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: হেয়ার লাভ

স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড ছবির পুরস্কার পেয়েছে 'হেয়ার লাভ'। এবারের আসরে একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল 'চেরা (ডটার)', 'কিটবুল', 'মেমোরেবল', 'সিস্টার'। 'হেয়ার লাভ' টিম তাদের এ পুরস্কার কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টকে উৎসর্গ করেছেন।

(লিলি/তৌহিদ/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040