চীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে আর্থিক সংস্থাগুলোকে উত্সাহপ্রদান
  2020-02-26 13:49:07  cri
ফেব্রুয়ারি ২৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের এক সভা গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়ে। এতে সভাপতিত্ব করেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং ব্যক্তি-উদ্যোক্তাদের জন্য সহায়তা বাড়াতে আর্থিক সংস্থাগুলোকে উত্সাহ দেওয়া হয়।

সভায় বলা হয়, চীনে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি, তৃণমূল পর্যায়ের চিকিত্সা ও সামাজিক সেবাসহ বিভিন্ন খাতে নিয়োগের সুযোগ বাড়াতে হবে। কৃষিখাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ভর্তুকিও বাড়াতে হবে।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, সংকটে পড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হবে। তা ছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় আরও ৫০০ বিলিয়ন ইউয়ান ঋণ দেবে কেন্দ্রীয় সরকার।

সভায় বলা হয়, আগামী পয়লা মার্চ থেকে মে মাসের শেষ দিক পর্যন্ত, হুপেই প্রদেশের ছোট্ট ব্যবসায়ীদের ভ্যাট দিতে হবে না। অন্যান্য অঞ্চলে ভ্যাটের হারও ৩ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040