স্যামসাং ইলেকট্রনিক্স (সুচৌ) সেমিকন্ডাক্টর কোম্পানি লিমিটেড চীনের চিয়াং সু প্রদেশের সুচৌ শহরে অবস্থিত। এই কোম্পানির ডাইনামিক র্যান্ডম এক্সেস মেমোরি (ডি-র্যাম) চিপ উত্পাদনের পরিমাণ বিশ্বের ২০ শতাংশ। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির প্রায় ৯৫.১ শতাংশ কর্মী কাজে যোগ দেন। যথেষ্ট অর্ডার থাকায় বসন্ত উত্সবের ছুটিতেও কোম্পানিটি উত্পাদনে ছিল। তবে মহামারীর কারণে এর কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠানে সম্পূর্ণ উত্পাদন শুরু হয়নি। কাঁচামালের অভাব তাদের উত্পাদনের ওপর কিছু প্রভাব ফেলে। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগ তাদের অবস্থা জেনে দ্রুত কোম্পানিকে সাহায্য করতে দুটি কাঁচামাল উত্পাদন-কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এবং কাঁচামালের সরবরাহ নিশ্চিত করে। এখন তাদের উত্পাদন স্থিতিশীল আছে।
কোম্পানির উপ-মহাব্যবস্থাপক লি ছেং ছুন বলেন, শিল্পপার্ক ও সরকারের প্রশাসনের ওপর তারা আস্থাবান। এ মনোভাব শুধু চীনা কর্মীদের নয়, দক্ষিণ কোরীয় কর্মীদেরও।
সম্প্রতি চিয়াং সু প্রদেশের বাণিজ্য বিভাগ গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোকে পুনরায় উত্পাদনে ফিরতে সাহায্য করে। কোম্পানির কর্মী-অভাব পূরণের উদ্যোগও নেওয়া হয়। এমন ১০টির মতো পদক্ষেপ নেওয়া হয়। এতে কোম্পানিগুলো উত্পাদনে ফেরে। এতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়ে। এখন পর্যন্ত চিয়াং সু প্রদেশে BSH, Honeywell, LG Chemical, Philips, Schneider Electricসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানি পুনরায় উত্পাদনে গেছে।
একই সঙ্গে অনেক নতুন কোম্পানি ও প্রকল্প চিয়াং সু প্রদেশে এসেছে। ছাং চৌ শহরের উচ্চ প্রযুক্তি এলাকায়, Schneeberger আন্তর্জাতিক বাণিজ্য কোম্পানি 'ক্লাউড সেবা ও অ্যাপয়েন্টমেন্টের' মাধ্যমে দ্রুত কোম্পানি প্রতিষ্ঠার নিবন্ধন করে এবং লাইসেন্স পায়। চীনে 'বিদেশি বিনিয়োগ আইন' চালুর পর ছাং চৌ উচ্চ প্রযুক্তি এলাকার প্রথম বিদেশি কোম্পানি এটি।
জাপান মেজি ডেইরি (সুচৌ) কোম্পানি লিমিটেট সু চৌ শহরের উচ্চ প্রযুক্তি এলাকায় অবস্থিত। কোম্পানিটির উত্পাদন-ক্ষমতা বছরে এক লাখ টন থেকে ১.৬২ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা আছে। এই লক্ষ্যে ১৫০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে। মার্চে কোম্পানির নিবদ্ধিত মূলধন ১৫ মিলিয়ন ডলার বাড়ানো হবে।
Doosan hydraulic machinery (চিয়াং ইন) কোম্পানি লিমিটেড হচ্ছে দক্ষিণ কোরিয়ার Doosan গ্রুপের একটি প্রতিষ্ঠান। চীনে প্রতিষ্ঠিত প্রথম বিদেশি হাইড্রোলিক ম্যাশিনারি উত্পাদক প্রতিষ্ঠান এটি। কোম্পানির নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ বিভাগের পরিচালক চিয়াও উন চিয়া বলেন, বর্মতানে ৯৪ শতাংশ কর্মী কাজে ফিরেছেন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে উত্পাদন জোরদার করা হয়েছে। কোম্পানি আশা করছে, এবার উত্পাদন গত বছরের চেয়ে বেশি হবে।
শাংহাই শহরের বিদেশি বিনিয়োগ কমিটির পর্যবেক্ষণ অনুসারে, গুরুত্বপূর্ণ সেবা কোম্পানির কর্মীদের কাজে ফেরার হার ৯০ শতাংশের বেশি, গুরুত্বপূর্ণ উৎপাদন কোম্পানির কর্মীদের কাজে ফেরার হার ৭০ শতাংশ। এর মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট, চিকিৎসা, ওষুধসহ বিভিন্ন পণ্য উত্পাদনকারী কোম্পানির কর্মীদের কাজে ফেরার হার ৮০ শতাংশ।
চীনা বাণিজ্যমন্ত্রীর সহকারী রেন হং পিন সম্প্রতি বলেন, বিদেশি কোম্পানিগুলোকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধারাবাহিক পদক্ষেপ ও নীতি কার্যকর হয়েছে। পরে আরো বেশি বিদেশি কোম্পানিকে উত্পাদনকাজে সহায়তা দেওয়া হবে। শীর্ষস্থানীয় বিদেশি কোম্পানির উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার ব্যাপারটিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
(তুহিনা/আলিম/ছাই)