ফেব্রুয়ারি ২৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রুস আইলর্ড গতকাল (সোমবার) বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী প্রতিরোধের ক্ষেত্রে আমরা যতদূর জানি, চীনের পদ্ধতিই হচ্ছে একমাত্র বাস্তবসম্মত সফল পদ্ধতি। এ কথা অনেক গুরুত্বপূর্ণ। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।
এদিন চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া যৌথ বিশেষজ্ঞ পরিদর্শন দল বেইজিংয়ে এক যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করে। পরিদর্শন দল মনে করে, চীন গণস্বাস্থ্য রক্ষায় অসাধারণ ব্যবস্থা নিয়েছে। এতে মহামারীর সংক্রমণ রোধে কার্যকর সাফল্য এসেছে, অথবা কমপক্ষে কয়েক লাখ মানুষকে রোগের হাত থেকে রক্ষা করা গেছে।
বিশ্ব গণস্বাস্থ্যে উচ্চ দায়িত্বশীল দেশ হিসেবে, চীন অব্যহতভাবে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে মহামারীর বিরুদ্ধে লড়াই করবে, অনন্য পক্ষের সঙ্গে মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করবে, এন্টি-ভাইরাস ও টিকা গবেষণায় সহযোগিতা জোরদার করবে এবং সংশ্লিষ্ট পক্ষকে যথাযথ সহায়তা করবে।
যৌথভাবে সহযোগিতা করলে এবং আত্মবিশ্বাস বজায় রাখলে বিশ্ব দ্রুত এ সংকট কাটাতে পারবে বলে উল্লেখ করা হয় সিআরআইয়ের সম্পাদকীয়তে।
(আকাশ/তৌহিদ/রুবি)