ফেব্রুয়ারি ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে ফোনালাপ করেছেন।
সি চিন পিং বলেন, চীনা জনগণ নভেল করোনাভাইরাসের নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সময় দেশটির প্রধানমন্ত্রী দু'বার চিঠি পাঠিয়ে সহানুভূতি জানিয়েছেন। এতে চীন ও ইথিওপিয়ার সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক প্রতিফলিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব অনুযায়ী ইথিওপিয়া চীনের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও বিনিময় বজায় রেখেছে। চীনের প্রতি ইথিওপিয়ার আস্থা প্রমাণিত হয়েছে। চীন এর প্রশংসা করে।
(আকাশ/তৌহিদ/রুবি)






