মহাসচিব বলেন, কোনো একটা ভাইরাসের সংক্রমণকে 'বিশ্বব্যাপী মহামারী' আখ্যায়িত করার আগে অনেক বিষয় বিবেচনায় নিতে হয়, যেমন: সংক্রমণের আওতা, রোগে মৃতের হার, সমাজে এর নেতিবাচক প্রভাব, ইত্যাদি। কোভিড-১৯-এ আক্রান্তদের মধ্যে মৃতের হার এখনও অনেক কম। আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে উঠছেন। এমতাবস্থায় একে 'প্যানডেমিক' হিসেবে আখ্যায়িত করলে অযথা আতঙ্কের সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সকল দেশ, কমিউনিটি, পরিবার ও ব্যক্তির উচিত এই ভাইরাস ঠেকাতে পুরোদমে প্রচেষ্টা চালানো। ভাইরাসের প্রাদুর্ভাবের ওপর হু সার্বক্ষণিক নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, হু'র জরুরি বিভাগের কার্যনিবার্হী মহাপরিচালক মাইকেল রায়ান বলেছেন, 'বিশ্বব্যাপী মহামারী' মানে বিশ্বের জনসংখ্যা হ্রাসের আশঙ্কা সৃষ্টি হওয়া। অথচ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা চীনে স্পষ্টভাবেই কমছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)






