ফেব্রুয়ারি ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান জানান, মহামারীর কোনও দেশীয় সীমানা নেই। চীন অব্যাহতভাবে উন্মুক্ত, স্বচ্ছ ও উচ্চমানের দায়িত্বশীল মনোভাব নিয়ে আসিয়ানসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং এ অঞ্চল ও বৈশ্বিক গণস্বাস্থ্য রক্ষায় অবদান রাখবে।
গত সপ্তাহে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া প্রতিরোধসংক্রান্ত চীন-আশিয়ান পররাষ্টমন্ত্রীদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক সমাজ ইতিবাচক সাড়া দিয়েছে। কয়েকটি আসিয়ান দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের মহামারী প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেছেন।
মুখপাত্র চাও লি চিয়ান জানান, মহামারী শুরুর পর, চীন সার্বিক, কঠিন ও ধারাবাহিক প্রতিরোধক ব্যবস্থা নিয়েছে এবং কার্যকর ফলাফল পেয়েছে। চীন বিশ্বাস করে, সিপিসি'র বলিষ্ঠ নেতৃত্বে চীন সম্পূর্ণভাবে ও দ্রুত মহামারী দূর করতে পারবে।
(আকাশ/তৌহিদ/রুবি)