ফেব্রুয়ারি ২৪: সার্বিকভাবে বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা ও বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে চীন।
আজ (সোমবার) চীনের জাতীয় গণ-কংগ্রেসের ১৩তম স্থায়ী কমিটির ১৬তম সম্মেলনে "বন্যপ্রাণীর অবৈধ কেনাবেচা ও বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধকরণ এবং গণস্বাস্থ্য ও প্রাণের নিরাপত্তা নিশ্চিতকরণ সিদ্ধান্ত" পাস হয়েছে।
সেই সঙ্গে জৈব ও বাস্তব্যবিদ্যাসংক্রান্ত নিরাপত্তা রক্ষা, গুরুতর জনস্বাস্থ্য ঝুঁকি দূর করা, জনগণের সুস্থতা ও প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবজাতি ও প্রকৃতির সমন্বিত সহাবস্থান এগিয়ে নেওয়ার কথা বলা হয় সম্মেলনে। এ সিদ্ধান্ত সোমবার থেকেই কার্যকর হয়েছে।
(আকাশ/তৌহিদ/রুবি)