রোববার চীনের মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪০৯জন
  2020-02-24 19:55:45  cri

ফেব্রুয়ারি ২৪: রোববার পর্যন্ত চীনের মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪০৯জন; এর মধ্যে হুপেই প্রদেশে ৩৯৮জন, সুস্থ হয়েছে আরও ১৮৪৬জন। এদিন মারা গেছে ১৫০জন; এর মধ্যে হুপেই প্রদেশে ১৪৯জন, হাইনান প্রদেশে একজন। নতুন আরও ৬২০জনকে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১২জন। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৭৪জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০জন এবং তাইওয়ানে ২৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সম্প্রতি চীনের সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে, চীনের বিভিন্ন অঞ্চল নভেল করোনাভাইরাস মহামারী প্রতিরোধে 'প্রথম মাত্রার জরুরি প্রতিক্রিয়া' ব্যবস্থা কিছুটা শিথিল করেছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040