ক্লাসিক প্রেমের গান
  2020-02-24 17:18:51  cri


প্রেম মানবজাতির শাশ্বত একটি বিষয়। মানুষ বিভিন্ন শৈল্পিক পদ্ধতিতে মনের কথা, প্রেমের কথা প্রকাশ করে— এর যেন শেষ নেই। চীনে অনেক প্রেমের গান রয়েছে। আর অসংখ্য প্রেমের গানের মধ্যে কিছু গান মানুষ বহু বছর ধরে শুনে আসছে। এর মধ্যে কিছু গান খুবই জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চীনা সংগীত মহলের সবচেয়ে জনপ্রিয় ও ক্লাসিক কয়েকটি প্রেমের গান শুনবো।

প্রথম যে গানটি সবাইকে শোনাবো তা চীনে ব্যাপক জনপ্রিয় একটি প্রেমের গান, গানের নাম 'চাঁদ আমার মনের কথা বলে'। গানটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়, ১৯৭৭ সালে চীনের বিখ্যাত গায়িকা তেং লি চুন গানটি নতুন করে গেয়েছেন, পরে তা ব্যাপক জনপ্রিয় হয়। গানটি প্রিয় মানুষকে মনের কথা প্রকাশ করা নিয়ে একটি গান। গানে বলা হয়: তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে কত গভীর ভালোবাসি। আমি বলি, আমার অনুভূতি সত্যি, আমার ভালোবাসাও সত্যি, চাঁদ আমার মনের কথা বলে। বন্ধুরা, এখন ক্লাসিক এই চীনা প্রেমের গান 'চাঁদ আমার মনের কথা বলে' শুনবো। গান ১

এবার আমরা শুনবো তেং লি চুনের আরও একটি জনপ্রিয় গান, গানের নাম 'মিষ্টি'। গানটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়, আর দ্রুত সারা চীনা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরে গানটি তেং লি চুনের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। গানের সুর ইন্দোনেশিয়ার একটি লোকসংগীত অনুসারে রচিত হয়েছে। আর গানের কথায় খুব মিষ্টি প্রেমের কথা বলা হয়েছে। যেমন, 'মিষ্টি, তুমি মিষ্টিভাবে হাসো, যেন বসন্তকালের ফুল! তোমার হাসি আমার কাছে অনেক পরিচিত, আহ্ যেন স্বপ্নে দেখেছি.....' প্রফুল্ল সুর, রোমান্টিক কথা আর গায়িকার মিষ্টি কণ্ঠের জন্য গানটি গত ৪০ বছর ধরে অনেক জনপ্রিয় হয়ে রয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনব। গান ২

এখন শুনবো তাইওয়ানের গায়িকা চাং ইয়োং হুয়ার ১৯৯৪ সালে প্রকাশিত গান 'সবচেয়ে রোমান্টিক ব্যাপার'। আপনার কাছে সবচেয়ে রোমান্টিক ব্যাপার কী? এই গানের কথায় লেখা হয়, সবচেয়ে রোমান্টিক ব্যাপার হলো, তোমার সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধ হওয়া। যখন আমরা অনেক বৃদ্ধ হবো, কোথাও যেতে পারব না, তখনও আমি তোমার সবচেয়ে প্রিয় মানুষ।

বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ৩

এখন আমরা শুনবো চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা মেই ইয়েন ফাংয়ের গান 'অন্তরঙ্গ প্রেমিক'। গানটি মেই ইয়েন ফাং তার প্রেমিকের জন্য রচনা করেন। ১৯৯১ সালে গানটি প্রকাশের পর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। গানের কথায় প্রেমিকের প্রতি মনের টান প্রকাশ করা হয়। কথাগুলো সাধারণ হলেও গায়িকার কোমল কণ্ঠে অনেক আকর্ষণীয় হয়ে ওঠে।

বন্ধুরা, এখন গান 'অন্তরঙ্গ প্রেমিক' শুনবো। গান ৪

এবার আমরা শুনবো চীনের বিখ্যাত গায়িকা লিন ই লিয়ানের গান 'অন্তত তোমার সঙ্গে আছি'। গানটি ২০০০ সালে প্রকাশিত হয়, এবং ২০০০-২০১০ সালে চীনে সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায় এটি। গানটি প্রেমিকদের আন্তরিক অনুভূতি প্রকাশ করে। গানের কথায় লেখা হয়: আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে দেখতে চাই, তোমার শরীরে সময়ের ছাপ দেখতে চাই, তোমার চুল সাদা হওয়া পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি বিশ্ব ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে হারাতে পারি না। আমি তোমার সঙ্গে সবসময়ে থাকতে চাই।

বন্ধুরা, চলুন সুন্দর গানটি শুনি। গান ৫

এবার আমরা শুনবো 'ভালোবাসার জন্য' নামের গান। গেয়েছেন চীনের বিখ্যাত গায়িকা ওয়াং ফেই ও গায়ক ছেন ই সিয়ুন'। গানের কথায় বলা হয়: "ভালোবাসার জন্য আমাদের সহজে দুঃখ লাগে না। ভালোবাসার জন্য সবসময় আমাদের মন তরুণ হয়ে থাকে। ভালোবাসার জন্য সব কিছুই আমাদের কাছে সুন্দর।" গানটি ২০১১ সালে চলচ্চিত্র 'Cherish Our Love Forever'র থিম সং হিসেবে ব্যবহৃত হয়। চলচ্চিত্রের কারণে গানটি বেশ জনপ্রিয় হয় এবং চীনের ক্লাসিক দ্বৈত প্রেমের গানে পরিণত হয়।

গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমরা আরও একটি ক্লাসিক দ্বৈত প্রেমের গান শুনবো, গানের নাম 'তুমিই সবচেয়ে মূল্যবান', গেয়েছেন চীনের বিখ্যাত গায়ক চাং শুয়েই ইয়ো ও গায়িকা কাও হুই চুন। খুব গভীর ও আন্তরিক গানটি। আশা করি, এটি শুনে আপনার ভালো লাগবে। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040