বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে আধুনিক চীনের বিখ্যাত চিন্তাবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইতিহাসবিদ ও সাহিত্যিক লিয়াং ছি ছাও। তিনি ১৮৭৩ সালে কুয়াংতোং প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে স্থানীয় জাতীয় পরীক্ষায় পাস করেন। এরপর অন্যান্য লোকের মত সরকারি কাজ করেন নি। তিনি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করে পাশ্চাত্যের উন্নত বিজ্ঞান শিখান, পত্রিকা প্রকাশ করেন এবং সংস্কারের ধারণা প্রচার করেন। পরে লিয়াং ছি ছাও আধুনিক চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার 'উ সিয়ু পিয়ান ফা'-এর নেতৃত্ব দেন; আর তা চীনের রাজনীতি ও সমাজে বড় প্রভাব ফেলে। তা ছাড়া লিয়াং ছি ছাও চীনের আধুনিক সাহিত্যিক সংস্কার আন্দোলনের উদ্যোক্তা, চীনের 'কবিতা সংস্কার' ও 'উপন্যাস সংস্কারে' যোগ দেন।
এই পাঠ হচ্ছে লিয়াং ছি ছাওয়ের লেখা একটি প্রবন্ধ। এতে জীবনের প্রতি তার চিন্তাভাবনা ও দর্শন প্রতিফলিত হয়। প্রবন্ধে লিয়াং ছি ছাও লিখেছেন, জীবনে সবচেয়ে ব্যথার ব্যাপার দারিদ্র্য, বয়স্ক হওয়া বা মৃত্যু নয়, বরং অসমাপ্ত কাজ। কারণ, এতে মনে প্রশান্তি নামে। দায়িত্ব ছোট বা বড়— যাই হোক না কেনও, দায়িত্ব কেউ এড়াতে পারে না। দায়িত্ব পালন না করলে মনে সবসময় কষ্ট হবে, আর সে কষ্ট দূর করার কোনও উপায় নেই।
অন্যদিকে, জীবনের সবচেয়ে সুখের ব্যাপার হচ্ছে নিজের দায়িত্ব পালন করা। দায়িত্ব পালন করা যেন পাহাড়ে আরোহণ করার মতো ব্যাপার। মানুষ দায়িত্ব পালনের সময় ব্যথা পায়। আর দায়িত্ব সম্পন্ন হলে সুখ ও আরাম অনুভব করে।
তাই জীবনে প্রত্যেকের নিজের ছোট-বড় দায়িত্ব পালন করতে হয়।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
责任 zé rèn দায়িত্ব 履行责任 lǚ xíng zé rèn দায়িত্ব পালন করা 每个人都应该履行自己的责任
měi gè rén dōu yīng gāi lǚ xíng zì jǐ de zé rèn প্রত্যেকের উচিত নিজের দায়িত্ব পালন করা।
最zuì সবচেয়ে/সর্বোচ্চ 最难过zuì nán guò সবচেয়ে দুঃখ 最痛苦zuì tòng kǔ সবচেয়ে ব্যথা 最快乐zuìkuài lè সবচেয়ে সুখ 最高 zuì gāo সবচেয়ে উঁচু 最多 zuì duō সবচেয়ে বেশি 最少 zuì shǎo সবচেয়ে কম
逃避 táo bì এড়ানো 逃避责任 táo bì zé rèn দায়িত্ব এড়ানো 逃避痛苦táo bì দুঃখ এড়ানো
完成 wán chéng সম্পন্ন করা/শেষ করা/সমাপ্ত করা
未完成 wèi wán chéng অসম্পন্ন/অসমাপ্ত
未完成的责任 wèi wán chéng de zé rèn অসম্পন্ন দায়িত্ব
未完成的目标 wèi wán chéng de mù biāo অসম্পন্ন লক্ষ্য