চীনা জাতির সংস্কৃতির প্রতি আস্থা বৃদ্ধি
  2020-03-08 18:52:33  cri
হেসি করিডোরের পশ্চিম পাশে বিশাল গোবিতে তুনহুয়াং নামে একটি মরূদ্যান রয়েছে। এটি "গলার জমি" যা পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করে এবং এটি ছিল প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ একটি শহর। হাজার হাজার বছর ধরে, পূর্ব ও পশ্চিম থেকে আগত ব্যবসায়ীরা এবং উত্তর ও দক্ষিণের সন্ন্যাসীরা এ পথ দিয়ে গেছেন। তারা অনন্য তুনহুয়াং সংস্কৃতি এবং সিল্ক রোড স্পিরিট তৈরি করেছে, চীনা ও পাশ্চাত্য সভ্যতার বিনিময় এবং পারস্পরিক শিক্ষার "তুনহুয়াং গল্প" রচনা করেছেন।

"আমি সবসময় তুনহুয়াংয়ের জন্যই আকাঙ্ক্ষা করতাম।" ২০১৮ সালের ১৯ অগাস্ট সাধারণ সম্পাদক সি চিন পিং কানসু যান। তিনি প্রথম তুনহুয়াংয়ের মোকাও গ্রোটসে যান। তুনহুয়াং একাডেমিতে আলোচনার সময় সি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সমাজতন্ত্রের প্রতি আনুগত্য ও বিকাশের জন্য আধ্যাত্মিক সহায়তা প্রদানের কথা বলেন তিনি। তুনহুয়াং সংস্কৃতিকে একটি "মডেল" হিসাবে গ্রহণ করে, সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ানো এবং সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষা প্রচার সম্পর্কে একাধিক নতুন ধারণা ও মতামত প্রকাশ করেন সি চিন পিং। তিনি উদার মানসিকতার ওপর জোর দেন, অন্যান্য দেশের সঙ্গে আরও বিস্তৃত সাংস্কৃতিক আদান-প্রদান, বিশ্বের অসামান্য সভ্যতা থেকে আরও সক্রিয়ভাবে শেখা এবং চীনা সংস্কৃতির নতুন গৌরব তৈরি করা। এই গুরুত্বপূর্ণ ভাষণটি দীর্ঘ নয়, তবে এটি অত্যন্ত অর্থপূর্ণ এবং এটিতে একটি সুস্পষ্ট আদর্শিক তত্ত্বও রয়েছে। ভাষণের প্রথম অংশে, প্রেসিডেন্ট সি নতুন চীন প্রতিষ্ঠার পর থেকে তুনহুয়াং সংস্কৃতির সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করেছেন এবং তুনহুয়াং সংস্কৃতি সুরক্ষা সম্পর্কিত গবেষণা কাজটি অত্যন্ত অর্থবহ ও কার্যকর বলে উল্লেখ করেছেন; বক্তৃতার দ্বিতীয় ও তৃতীয় অংশে, প্রেসিডেন্ট সি দুটি দিক থেকে তুনহুয়াং সংস্কৃতির তাত্পর্য গভীরভাবে ব্যাখ্যা করেন।

তিনি বলেন, তুনহুয়াং সংস্কৃতির দীর্ঘমেয়াদী বিনিময় ও বিভিন্ন সভ্যতার একীকরণের স্ফটিককরণ এবং তুনহুয়াং সংস্কৃতি চীনা জাতির সাংস্কৃতিক আস্থা প্রদর্শন করে; বক্তৃতার চতুর্থ অংশে, প্রেসিডেন্ট সি যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের জন্য তুনহুয়াং সাংস্কৃতিক গবেষণা পরিষেবা উন্নত করা, জনগণের মধ্যে সংযোগ বাড়ানো, এবং মানবসভ্যতার আরও সাফল্যের উপর জোর দেন। বক্তব্যের পঞ্চম অংশে, প্রেসিডেন্ট সি তুনহুয়াং অধ্যয়নকে শক্তিশালীকরণ, মোকাও গ্রোটোসের সুরক্ষা এবং তুনহুয়াং সংস্কৃতি উন্নয়নে জোর দেন।

প্রেসিডেন্ট সি চিন পিং চীনের অসামান্য ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি গভীর অনুভূতিতে পূর্ণ। তিনি ঐতিহাসিক পুরাকীর্তির সুরক্ষা জোরদার করা এবং অসাধারণ ঐতিহ্যবাহী সংস্কৃতির উত্তরাধিকার নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন।

তিনি বারবার জোর দিয়ে বলেন, "সাংস্কৃতিক পুরাকীর্তি একটি দুর্দান্ত সভ্যতার ইতিহাস বহন করে, ইতিহাস ও সংস্কৃতি অর্জন করে এবং জাতীয় চেতনা বজায় রাখে। এগুলো আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া একটি মূল্যবান উত্তরাধিকার এবং সমাজতান্ত্রিক আধ্যাত্মিক সভ্যতা নির্মাণ শক্তিশালী করার উত্তম পুষ্টি।"

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040