কাসাব্লাঙ্কার বৃহত্তম শহর মরক্কোতে ২৬তম কাসাব্লাঙ্কা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করা হয়েছে। আয়োজক জানান, এই বইমেলাটি ১১দিন ধরে চলে, যেখানে সারা বিশ্বের ৭০৩টি প্রকাশক এক লক্ষেরও বেশি বই প্রদর্শন করে। বইমেলা চলাকালীন ৩৮০জনেরও বেশি লেখক, কবি ও পণ্ডিত সেমিনার, গবেষণাসভা, কবিতা রাত এবং আরও অনেক কর্মসূচিতে অংশ নেবেন। এবারের বইমেলার অতিথি দেশ হিসাবে মৌরিতানিয়া বইমেলার সময় ধারাবাহিক সাংস্কৃতিক ও শৈল্পিক অনুষ্ঠানের আয়োজন করবে।
চীনের পিপলস পাবলিশিং হাউস অফ থিয়ানচৌ এই বইমেলায় অংশ নেয়। এতে সাহিত্য, শিল্প ও শিশুদের বিভিন্ন আরবি ও ফরাসি বই এবং চীনা সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন করে।
কাসাব্লাঙ্কা আন্তর্জাতিক বইমেলা মরক্কো এবং উত্তর আফ্রিকার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি আরবি ও ফরাসি ভাষায় বইয়ের একটি বড় প্রদর্শনী যা প্রতি বছর কয়েক হাজার হাজার দর্শক আকর্ষণ করে।