ফেব্রুয়ারি ২২: চীনের চিকিৎসক ও নার্সদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সম্প্রতি নভেল করোনাভাইরাস নিউমোনিয়া প্রতিরোধ-সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের কর্ম ব্যবস্থাপনা গ্রুপ "চিকিৎসক ও নার্সদের সার্বিক কল্যাণ বৃদ্ধি ও নিশ্চিতকরণ বিজ্ঞপ্তি" প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী শুরুর পর, দেশব্যাপী চিকিৎসক ও নার্সরা গণস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এখন দেশব্যাপী মহামারী প্রতিরোধ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব ও ঝুঁকি অনেক বেড়েছে। তাদের যত্ন নেওয়া, সুরক্ষা দেওয়া ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য দেশের সব অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে কাজ করতে হবে। যাতে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি চিকিৎসক ও নার্সরা সুস্থ থাকতে পারেন।
মহামারী প্রতিরোধের কাজে জড়িত মানুষের বেতন বাড়ানো ও নিরাপত্তামূলক সামগ্রী নিশ্চিত করাসহ ধারাবাহিক ব্যবস্থার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, দেশের সব অঞ্চলের বিভাগগুলোকে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসারে সুষ্ঠুভাবে সংশ্লিষ্ট নীতি পালন করতে হবে, চিকিৎসক ও নার্সদের কল্যাণ বৃদ্ধি ও নিশ্চিত করতে হবে। এসব পদক্ষেপ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী নিশ্চয়তা দেবে।
(আকাশ/তৌহিদ/রুবি)