জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ নয়: আইইডিসিআর
  2020-02-23 19:36:08  cri

বৈশ্বিক করোনা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এ মুহূর্তে জরুরি প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিকদের।

রোববার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান। বাংলাদেশে এখনো কেউ করোনা আক্রান্ত হননি বলে জানান তিনি। তাই এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে আক্রান্ত ৬ বাংলাদেশির অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান ডা. ফ্লোরা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040