ফেব্রুয়ারি ২৩: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া প্রতিরোধক সার্বিক পরিকল্পনা এবং অর্থনীতি ও সমাজের উন্নয়ন-সংক্রান্ত কর্ম ব্যবস্থাপনা সভা আজ (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এতে যোগ দেন ও গুরুত্বপূর্ণ ভাষণ দেন। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এতে সভাপতিত্ব করেন।
এ ছাড়া, লি চান শু, ওয়াং ইয়াং, ওয়াং হু নিং, চাও ল্য চি, হান চেং এতে যোগ দেন।
এ সভা মূলত টেলি-ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
(আকাশ/তৌহিদ/রুবি)