শনিবার চীনের মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৬৪৮জন; উহানে মহামারী প্রতিরোধের অবস্থা ইতিবাচক
  2020-02-23 18:26:08  cri

ফেব্রুয়ারি ২৩: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (রোববার) প্রকাশিত এক খবরে জানায়, শনিবার চীনের মূলভূখণ্ডে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৬৪৮জন এবং সুস্থ হয়েছে আরও ২২৩০জন। এদিন মারা গেছে ৯৭জন; নতুন আরও ৮৮২জনকে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার রাত ১২টা পর্যন্ত, চীনের মূল ভূখণ্ডে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ৭৬,৯৩৬জন, সন্দেহভাজন ৪১৪৮জন, সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ২২৮৮৮জন, মারা গেছে ২৪৪২জন, আক্রান্তদের ঘনিষ্ঠ ১,০৬,০৮৯জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০৫জন। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৬৯জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০জন এবং তাইওয়ানে ২৬জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

উহানে মহামারী প্রতিরোধের কাজ ইতিবাচকভাবে চলছে। সেখানে নিউক্লিক এসিড টেস্টসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার সক্ষমতা অনেক বেড়েছে। বর্তমানে উহানে এক দিনে ২০,০০০ মানুষকে পরীক্ষা করতে পারে।

এদিকে, হাসপাতালে শয্যার পরিমাণও অনেক বেড়েছে, রোগী ভর্তির সুযোগও বেড়েছে। ২১ ফেব্রুয়ারি উহানে মোট ৩৬,৬৮০জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকত্সা নেন।

এ ছাড়া, নিরাপত্তামূলক সামগ্রীর সংকট এবং অক্সিজেন সরবরাহের ঘাটতি কিছুটা কমেছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040