চীনের পরিবেশ স্থিতিশীল রয়েছে
  2020-02-23 15:30:44  cri

ফেব্রুয়ারি ২৩: কোভিড-১৯ মহামারি শুরুর পরপর চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয় 'কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রাকৃতিক পরিবেশ জরুরি তত্ত্বাবধান' শীর্ষক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে দেশের নানা স্থানের বায়ু, ভূপৃষ্ঠের জল বিশেষ করে পানীয় জলের উত্সসহ প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের ৩৩৭টি শহর থেকে পাওয়া পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী, ৮৭.১ শতাংশ সময় আবহাওয়া চমৎকার ও ভালো ছিল। ভালো দিনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৯.৩ শতাংশ বেশি। ১৬০১টি জাতীয় পর্যায়ের জলাধারের পানির গুণগতমান পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশব্যাপী ভূপৃষ্ঠের জলের অবস্থা গত বছরের মতোই রয়েছে। ৬৯০০টি খাবার পানির উত্স পরীক্ষা করা হয়েছে এবং করোনাভাইরাস পানীয় জলের গুণগতমানে কোনও প্রভাব ফেলেনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040